নিউজ ডেস্ক: দেশবাসীর জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের। দুর্ঘটনাগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ পূর্বের থেকে দশ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রেল। সেখানে বলা হয়েছে, “রেল দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনায় জড়িত মৃত এবং আহত যাত্রীদের নির্ভরশীলদের জন্য প্রদত্ত অর্থ সাহায্যের পরিমাণ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। ১৮ সেপ্টেম্বর থেকে লাগু করা হবে নয়া এই সিদ্ধান্ত বলেও জানিয়েছে রেল। এমনকি, দেশের যেকোনও প্রান্তে স্থিত লেভেল ক্রসিং গেটে দুর্ঘনাগ্রস্তদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম।
নয়া এই নির্দেশিকা অনুযায়ী,
রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা
দুর্ঘটনায় গুরুতর আহতদের দেওয়া হবে ২.৫ লক্ষ টাকা
সামান্য আহতদের সাহায্য করা হবে ৫০ হাজার টাকা দিয়ে
এছাড়া গুরুতর আহত কোনও ব্যক্তি এক মাসের বেশি হাসপাতালে ভর্তি থাকলে তার চিকিৎসার জন্য প্রতিদিন ৩ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছে রেল। সেইসঙ্গে লেভেল ক্রসিং গেটে দুর্ঘটনার জন্য যদি কেউ গুরুতর আহত হন তাদের ক্ষেত্রে এই অর্থ সাহায্যের পরিমাণ হবে দিন প্রতি ১৫০০ টাকা। তবে মানবহীন লেভেল ক্রসিং, অনুপ্রবেশকারী কিংবা ওভারহেডের তার সংক্রান্ত কোনও দুর্ঘটনার ক্ষেত্রে অর্থ সাহায্যের এই নিয়ম লাগু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রেল।
উল্লেখ্য, ১৯৮৯ সালের রেলওয়ে আইনের অন্তর্গত এই নয়া সংশোধন করা হয়েছে। এর আগে ২০১২ এবং ২০১৩ সালে পরিবর্তন আনা হয়েছিল এই নিয়মে। পূর্বের সেই নিয়মানুসারে দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা দেওয়া হত রেলের তরফে। কিন্তু তারপর আর বাড়ানো হয়নি সাহায্যের পরিমাণ।