নিউজ ডেস্ক: স্পেন সফর শেষ। এবার মরুশহর দুবাইতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায়
বিনিয়োগ হবে, এই লক্ষ্যেই স্পেন সফর মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে নাকি বাংলার ফুটবলে লগ্নির
জন্য স্পেনের লা লিগার সঙ্গে আলোচনা সেরেছেন তিনি, এবার দুবাইতে গিয়ে আরও কোন বিনিয়োগের
সুলুক সন্ধান দেন মুখ্যমন্ত্রী, সেটাই দেখার।
বৃহস্পতিবার দুবাইয়ের ‘জাফজা মুক্তাঞ্চল’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বাংলার প্রতিনিধিদল। জেবেল
আলি বন্দর গভীর সমুদ্র বন্দর। বাংলার তাজপুরে এমন বন্দর করার ব্যাপারে উদ্যোগী
রয়েছে রাজ্য সরকার। সেই কারণেই নাকি দুবাই বন্দরে গিয়ে
সেখানকার পরিকাঠামো সরেজমিনে দেখবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদল। এছাড়া এদিন বিকেলে দুবাইয়ের ভারতীয় উপদূতাবাসে চা-চক্রে যোগ দিতে পারেন
মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা।
তবে ১২ বছরে রাজ্যে সেভাবে কোনও বড় শিল্প হয়নি, বহু
শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। সেখানে বিদেশে গিয়ে লক্ষাধিক টাকা খরচ করে শিল্প সম্মেলনে
যোগ দেওয়া আসলে শিয়ালের কুমিরছানা দেখানো ছাড়া আর কিছুই নয়। বিরোধী দলনেতা শুভেন্দু
অধিকারী এই মর্মে স্পষ্টই একটি আরটিআই আবেদন করে জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর এই ১১
দিনের বিদেশ সফরে কত খরচ হচ্ছে, কারাই বা সঙ্গ দিচ্ছেন তাকে? অন্যদিকে কয়েকদিন আগেই
দিলীপ ঘোষ কটাক্ষ করেছিলেন স্পেন, দুবাই ঘুরে নাকি নিজের মনখারাপ কাটাতে চাইছেন মমতা।
চটি পড়ে প্রমোদ ভ্রমণে গিয়েছেন তিনি, এমনটাই তোপ দেগেছেন বিরোধীরাও।