নিউজ ডেস্ক: বলিউডে ফের শোকের খবর। মারা গিয়েছেন‘থ্রি ইডিয়টস’-এর লাইব্রেরিয়ান দুবে-জি। আমির খান অভিনীত ছবি ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা অখিল মিশ্র ওরফে দুবে জি বৃহস্পতিবার একটি দুর্ঘটনাযর জেরে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর পরিবার সূত্রে খবর, বর্ষীয়ান এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। রক্তচাপ জনিত সমস্যার কারণে বেশ কিছু সময় ধরে চিকিৎসাধীন ছিলেন অখিল মিশ্র। তাঁর স্ত্রী জানান যে, রান্নাঘরে দূর্ঘটনার শিকার হন তিনি। রান্নাঘরে টুলের উপর উঠে তিনি কিছু করার চেষ্টা করছিলেন। সেই সময় টুলের উপর থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান।
সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। চোট গভীর থাকায় চিকিৎসকদের বহু প্রচেষ্টার পরও বাঁচাতে পারেননি তাঁকে। ঘটনার কয়েক ঘণ্টা পরেই মারা যান তিনি। অভিনেতার স্ত্রী সুজান বার্নাট সে সময় বাড়ি ছিলেন না। শুটিংয়ের কাজে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি। খবর পেয়েই ছুটে আসেন বাড়িতে। স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। জানা গিয়েছে, অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের তরফে আপাতত তাঁর শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০০৯ সালে জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অভিনেতা অখিল মিশ্র।
অখিল মিশ্র-কে ‘৩ ইডিয়টস’ ছবিতে লাইব্রেরিয়ান দুবেজি-এর চরিত্রে দেখা গিয়েছিল। তাঁর হাস্যকর দৃশ্যগুলির জন্য এতবছর পরেও দর্শকদের মনে জায়গা করে রয়েছেন তিনি। থ্রি ইডিয়টস ছাড়াও বলিউডে একাধিক ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘হাজারোঁ খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ‘ডন’ ছবিতেও কাজ করেছিলেন তিনি। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয় ছিল নজর কাড়া। ছোটপর্দাতেও সমান তালে কাজ করেছেন তিনি। টেলিভিশনে ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো সিরিয়ালের অংশ ছিলেন প্রয়াত অভিনেতা অখিল মিশ্র।