নিউজ ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত সরকার। বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জ্জর হত্যা নিয়ে এখনও অব্যাহত ভারত-কানাডা টানাপোড়েন। তারমধ্যেই ফের খুন কানাডার আর এক বিচ্ছিন্নতাপন্থী নেতা। এবার এই আবহের মধ্যে ভিসা দেওয়া সগিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। অনলাইন ভিসা আবেদন কেন্দ্র BLS ইন্তারন্যাশানালের বিবৃতিতে বলা হয়েছে,’ প্রক্রিয়াগত কারণে কানাডার নাগরিকদের আপাতত ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত সরকার। কবে থেকে ফের পরিষেবা চালু হবে তা না জানানো পর্যন্ত বজায় থাকবে এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, এর আগে কানাডার বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি জারি করে ভারতের কাশ্মীর- মণিপুর ইস্যু নিয়ে খোঁচা দেওয়া হয়। এমনকি কানাডার নাগরিকদের পাকিস্তান সীমান্ত কিংবা মণিপুরে না যাওয়ারও নিদান দেয় ওই দেশ। সেই সঙ্গে ভারতে উপস্থিত কানাডিয়ান দূতদের সংখ্যাও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ট্রুডো সরকারের পক্ষ থেকে। এমনকি ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আবেদনও জানায় ওই দেশ তাদের রাষ্ট্রদূতদের নিরাপত্তা বলয় আরও আঁটসাঁট করার জন্য। কানাডার প্রত্যুত্তরে চুপ করে নেই ভারতও। তা ফের প্রমাণ হল ভিসা সংক্রান্ত ভারতের এই তাৎক্ষণিক সিদ্ধান্তে।
এদিকে সুখা দুনেকে নামের আরও এক বিচ্ছিন্নতাপন্থীর মৃত্যুতে পরিস্থিতি হয়ে উঠেছে চরম। ‘লরেন্স বিষ্ণোই’ নামের একটি জঙ্গি সংগঠন হত্যার দায় স্বীকার করে। তবে নতুন এই হত্যা নিয়ে ভারতের বিরুদ্ধে ফের কোনও দোষারোপ করেনি কানাডা। নির্জ্জরের মতোই একই কায়দায় বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয় দুনেকের দেহও। কিন্তু নতুন এই ঘটনার পর ভারত-কানাডার সম্পর্ক যে আরও খারাপ হতে চলেছে তা বলা বাহুল্য।