নিউজ ডেস্ক: গণেশ চতুর্থীর দিন অনুরাগীদের উপহার দিলেন অভিনেতা জিৎ। প্রথমবার কোনো বাংলা ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে তাঁর হাত ধরে। বক্স অফিসেও ভালো লাভ করে সেই ছবি। পরবর্তী ছবি ‘বুমেরাং’-এর শুটিংও শেষ হয়েছে কিছুদিন আগেই। ছবিতে জিৎয়ের বিপরীতে রয়েছেন রুক্মিনী। আর তার মাঝেই এল জিতের আগামী ছবি ‘মানুষ’-এর পোস্টার। মুক্তির দিনও ঘোষণা করলেন তিনি। এই ছবির পরিচালক বাংলাদেশের সিনে ইন্ডাস্ট্রির। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় এবার কাজ করছেন জিৎ।
বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনায় ছবি আসতে চলেছে তার ঘোষণা হয়েছিল আগেই। এবার পোস্টার ও মুক্তির দিন ঘোষণা হতেই জিতের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা দেব। পোস্টারে জিতের অন্যরকম একটি লুক দেখা যাচ্ছে। উসকো খুসকো চুল, একগাল দাড়ি-গোঁফ, ধুসর রঙের গেঞ্জির সঙ্গে খোলা জিন্সের জ্যাকেট। পিস্তল উঁচিয়ে তাকিয়ে আছেন সামনে, চোখে-মুখে রাগ ও ক্ষিপ্রতা স্পষ্ট। পোস্টার শেয়ার করে জিৎ লিখে দিলেন, ‘এটা কোনও প্রতিশোধের গল্প নয়’। ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’। এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জীতু কমল, সৌরভ চক্রবর্তী অন্যান্যরা।
‘মানুষ’-এর পোস্টার শেয়ার করে দেব লেখেন, ‘অনেক শুভেচ্ছা… বেশ প্রশংসনীয় লাগছে মিস্টার বস।’ টলিউডে ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’ ডাক দেওয়ার পরে অভিনেতারা একে অন্যের ছবিকে প্রমোট করার চেষ্টা করে চলেছেন। এর আগেও দেব-কে জিতের ছবির তারিফ করতে দেখা গিয়েছিল। ব্যোমকেশ ও দূর্গ রহস্য ছবি ঘিরে ইন্ডাস্ট্রির অন্দরে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল তাও মিটিয়েছিলেন দেব। এক মঞ্চে হাজির করেছিলেন এক জোড়া ব্যোমকেশ-সত্যবতীকে। দ্বন্দ্ব মিটিয়ে সুনাম কুড়িয়েছিলেন দেব। এবার জিতের প্রশংসা করেও অনুরাগীদের মন কাড়লেন তিনি।