নিউজ ডেস্ক: দেশেই পড়াশোনা করেছেন, দেশেই ডিগ্রি পেয়েছেন।
অথচ বিদেশে যাওয়ার সাধ আছে ষোলো আনা। এবার দেশের চিকিৎসকদের সেই সাধ পূরণ করল ওয়ার্ল্ড
ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সংস্থা ন্যাশনাল মেডিকেল
কাউন্সিলকে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে যার মাধ্যমে দেশে ডিগ্রি অর্জন করা যে কোনো
চিকিৎসক আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও ডাক্তারি করতে পারবে।
শুধু তা-ই নয়, উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে চাইলে, তাতেও আর কোনও বাধা রইল না। স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, দেশের ৭০৬টি মেডিক্যাল কলেজ ডব্লিউএফএমই-র ছাড়পত্র পেয়েছে।
আগামী দিনে দেশে নতুন কোনও মেডিক্যাল কলেজ হলে সেগুলিও এই আন্তর্জাতিক মেডিক্যাল
ফেডারেশনের ছাড়পত্র পেয়ে যাবে। এই ছাড়পত্র পাওয়ার ফলে দেশীয় ডাক্তাররা যেমন
বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন, তেমনই বিদেশ থেকে
অনেকে ভারতে ডাক্তারি পড়তে আসতে পারবেন। শুধু তা-ই নয়, এখান থেকে পাওয়া ডাক্তারি ডিগ্রি নিয়েও নিজের দেশে ফিরে
চিকিৎসা করতে পারবেন।
ডব্লিউএফএমই-র ছাড়পত্র সহজে পাওয়া
যায় না। যত ক্ষণ না ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলি
আন্তর্জাতিক মানের পর্যায়ে না পৌঁছয়, তত ক্ষণ এই ছাড়পত্র দেওয়া হয় না। কিন্তু ভারতের চিকিৎসাবিজ্ঞান সেই স্তরে
পৌঁছেছে বলেই এই ছাড়পত্র মিলেছে বলে জানানো হয়েছে। বিশ্ব জুড়ে উন্নত মানের
চিকিৎসা শিক্ষা দেওয়াই ডব্লিউএফএমই-র মূল লক্ষ্য।