নিউজ ডেস্ক: প্রতারণার শিকার হয়েছেন বলে
দাবি করলেন পদ্মশ্রী করিমুল হক। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার দিশারী’র বিরূদ্ধে পুলিশের কাছে অভিযোগ করলেন তিনি। সম্প্রতি জলপাইগুড়ির বুকে রমরমিয়ে চলা এক ভুয়ো
নার্সিং ট্রেনিং সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য দফতর। দিশারী
নার্সিং ট্রেনিং সেন্টার থেকে দেওয়া সার্টিফিকেটের কোনো
বৈধতা নেই বলে জানিয়ে দিয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
বৃহস্পতিবার সেই ভুয়ো নার্সিং সেন্টার চালানোর ঘটনায় নয়া মোড় নিল। এদিন এই নার্সিং ট্রেনিং সেন্টারের কর্নধার
শান্তনু শর্মার বিরূদ্ধে প্রতারণা করার অভিযোগ করলেন উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক। এদিন লিখিত ভাবে এই অভিযুক্ত
প্রতারক সংস্থার বিরূদ্ধে অভিযোগ জানা করিমুল। অন্যদিকে এই ঘটনায় সি বি আই তদন্তের দাবী জানান তিনি।
করিমুল হক এদিন বলেন, “দিশারী
নার্সিং ট্রেনিং সেন্টারের কর্নধার আমার গ্রামে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে
এই ধরণের বোর্ড লাগান। এবং বলেন মেয়েদের
নার্সিং ট্রেনিং দেওয়া হবে। এরপর জানতে পারি পয়সার
বিনিময়ে তারা মেয়েদের ট্রেনিং দিচ্ছে। আমি কয়েকজন ওদের
কাছ পাঠিয়েছিলাম। আরও জানতে পারি মেয়েদের ট্রেনিং শেষে যে
সার্টিফিকেট দিয়েছে দিশারি তার কোনো বৈধতা নেই। এরপরেই আমি বুঝতে পারি আমি প্রতারিত হয়েছি। উক্ত দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্নধার শান্তনু শর্মা আমার মান
সন্মান সব ধুলোয় লুটিয়ে দিয়েছেন”।