নিউজ ডেস্ক: এশিয়ান গেমস ফুটবলে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। ১-০ ফলাফলে ম্যাচ জিতে নিল স্টিমাচের ছেলেরা। উল্লেখ্য, প্রথম ম্যাচে ড্রাগনের দেশের কাছে ৫ গোলের লজ্জাজনক পরাজয়ের পর অসাধারণ খেলে টুর্নামেন্টে প্রত্যাবর্তন করল দল। ভারত জিতলেও ম্যাচ জেতার কৃতিত্ব অধিকাংশই গোলকিপার ধীরাজের। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পক্ষ থেকে হওয়া খানকয়েক নিশ্চিত গোল-মুখী শট বাঁচিয়ে দেন তিনি।
উল্লেখ্য, গত ম্যাচে চিনের কাছে গোলের মালা পরার পর এদিন বাংলাদেশের বিরুদ্ধে আনা হয় বেশ কয়েকটি পরিবর্তন। গত ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন গোলকিপার গুরমিত সিং। বাংলাদেশের বিরুদ্ধে গুরমিতের স্থানে গোলবারের দায়িত্ব দেওয়া হয় ধীরাজকে। সুযোগের সদ্ব্যবহারও করেন তিনি। অন্যদিকে রহিম আলির এবং সুমিত রাঠির স্থানে খেলানো হয়েছে রোহিত দানু ও চিঙ্গেলসেনা সিংকে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় সুনীল ছেত্রীদের।
ম্যাচের শুরুতেই পরপর দুটি ফ্রি-কিক পেলেও সঠিক সমন্বয়য়ের অভাবে গোল করতে ব্যর্থ হয় ভারত। প্রথমার্ধের সুযোগগুলি কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ দেখা যায় বাংলাদেশের খেলায়। ৭৭ মিনিটের মাথায় বাংলাদেশের জনি পেনাল্টি বক্সে বল নিয়ে তীব্র গতিতে ঢুকে যাওয়ার পর মনে হয়েছিল গোল নিশ্চিত। কিন্তু অসাধারণভাবে বল সেভ করে নেন ধীরাজ। এরপর ৮৩ মিনিটে পেনাল্টির সুযোগ পেয়ে ১-০ তে এগিয়ে যায় ভারত। গোল করেন সুনীল। আগামী রবিবার, ২৪ সেপ্টেম্বর মায়ানমারের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।