নিউজ ডেস্ক: এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেটের দল। বৃহস্পতিবার মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামে ভারত। কিন্তু বৃষ্টির জন্য ভেস্তে যায় ম্যাচ। তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য শেষ চারে জায়গা করে নিল স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, কমিকা আহুজারা।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। বৃষ্টির জন্য ২০ ওভারের ম্যাচ হয় ১৫ ওভারের। ব্যাট করতে নেমে বৃষ্টির জন্য ভারতের মেয়েরা ১৫ ওভারে করে ২ উইকেটে ১৭৩ রান। ২৭ রান করেন দলের ক্যাপটেন স্মৃতি। ৩৯ বলে ৬৭ রান করেন শেফালি। জেমাইমা রডরিগেজ করেন ৪৭ রান। বর্মা এবং রডরিগেজের দুর্দান্ত ইনিংসে ভারতের মহিলা দল ১৭৩ রান করে।
ভারতের রান তাড়া করতে নেমে মালয়েশিয়ার ইনিংসের ২ বল হওয়ার পরে ফের বৃষ্টি নামে। তার পরে আর এক বলও খেলা হয়নি। আর পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য সেমিফাইনালে চলে যায় ভারত।