নিউজ ডেস্ক: নেই কোন পাকা ঘর। নেই পর্যাপ্ত জলের
ব্যবস্থা। অস্বাস্থ্যকর পরিবেশ, বৃষ্টিতেও সেই ভাঙা ছাউনির নিচে চলে পঠন-পাঠন। বর্ধমান-১
ব্লকের বাঘার-১ পঞ্চায়েতের মাহিনগর বাগদীপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এভাবেই
কঠিন পরিস্থিতিতে পড়াশুনা করতে বাধ্য হচ্ছে কচিকাঁচারা। ফাঁকা
জায়গায় চলছে রান্নাবান্না ও পড়াশোনা, নেই কোন স্থায়ী
সেন্টার। সেন্টারে বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। সব জেনেও যেন উদাসীন
প্রশাসন। এমনকি বেহাল দশার কথা মেনে নিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও পরিচারিকা।
Tags: NULL