নিউজ ডেস্ক: ক্রমশ তলানিতে ঠেকছে ভারত-কানাড দ্বিপাক্ষিক সম্পর্ক। বৃহস্পতিবারই কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার সেদেশের কূটনীতিক আধিকারিকদের সংখ্যা কমানোর পক্ষে সাওয়াল করল ভারত।
দু’দেশের কূটনৈতিক টানাপোড়েন নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। জানান, যাদের ভিসা রয়েছে তাঁরা ভারতে আসতে পারবেন। তবে নতুন করে ভিসা দেওয়া স্থগিত রাখা হয়েছে। এরপর তাঁর সংযোজন, “বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে ভারত। আশা করি কানাডায় আমাদের কূটনীতিকদের প্রতিও একই আচরণ করবে সেদেশের প্রশাসন।”
সেইসঙ্গে তিনি বলেন, “কানাডার ভারতীয় হাই কমিশনের যতজন ভারতীয় কূটনীতিক রয়েছেন, তার থেকে অনেক বেশি কানাডিয়ান কূটনীতিক ভারতে রয়েছে। আশা করি এবার সেই সংখ্যা কমানোর কথা ভাববে সেদেশের প্রশাসন।” পাশাপাশি সেদেশে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বাগচি জানান, তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোনও সমস্যায় পড়লে তারা ভারতীয় দূতাবাসের সঙ্গে যেকোনও সময়ে যোগাযোগ করতে পারবে।
উল্লেখ্য, হরদীপ সিং নির্জ্জর হত্যা নিয়ে ভারত-কানাডার মধ্যে চলা রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের মধ্যেই এল এই চাঞ্চল্যকর খবর। সূত্রের খবর, সুখদুল সিং ওরফে সুখা দুনেকে নামে আরও এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা করা হয়েছে কানাডার উইন্নিপেগে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই খুন হয়েছে সুখা দুনেকে বলে প্রাথমিক রিপোর্ট। এই আবহে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এদিনের বক্তব্যে দু’দেশের সম্পর্ক সংঘাতে আরও একমাত্রা যোগ হল, তা বলাই বাহুল্য।