নিউজ ডেস্ক: নিম্নচাপের কারণে বৃষ্টিতে ভিজছে বাংলা। সেই নিম্নচাপ এবার ঝাড়খণ্ডের দিকে সরছে। তবে এর প্রভাব বাংলার উপর থাকছে। এখনই বৃষ্টি বন্ধ হচ্ছে না। বৃষ্টিপাতের মাত্রা কোথায় কেমন থাকবে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবারের পর শুক্রবারও বৃষ্টি হচ্ছে। কলকাতা ও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনাতে শুক্রবার সকালেও জোর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত আরও দু’দিন চলবে অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। ২৬ সেপ্টেম্বর বৃষ্টিপাত আরও কমবে। কলকাতাতেও আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের কারণে আপাতত তাপমাত্রা বাড়ছে না। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার জলপাইগুড়ি ও কোচবিহারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে দার্জিলিং ও কালিম্পঙে ধসের আশঙ্কা আছে। তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনও বদল হবে না। উত্তরবঙ্গে সর্বত্র বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়তে পারে।