নিউজ ডেস্ক: আদায়-কাঁচকলায় ঠেকেছে সম্পর্ক, তার মধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকার কথা স্বীকার করে নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একদিকে তিনি যখন ক্রমাগত ভারতের বিরুদ্ধে হরদীপ সিং নির্জ্জরের হত্যার আরোপ লাগাতে ব্যস্ত, অন্যদিকে ভারতের গুরুত্বও স্বীকার করে নিলেন আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে। গতকাল, ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৮ তম অধিবেশনে বক্তব্য গিয়ে বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার বিষয়টি নিয়ে ফের মুখ খোলেন কানাডা-প্রধান।
এই প্রসঙ্গে বলতে গিয়েই ট্রুডো বলেন,’এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ভারতের গুরুত্ব ক্রমশ বাড়ছে। একসঙ্গে কাজও করতে হবে আমাদের। আর সেটা শুধুমাত্র কোনও নির্দিষ্ট অঞ্চলে নয়, পুরো বিশ্বেই করতে হবে। আমরা কোনও উস্কানি দিচ্ছি না কিংবা সমস্যা তৈরির চেষ্টা করছি না। কিন্তু আইনের শাসনের পক্ষে সওয়াল করছি আমরা। কানাডার নাগরিকদের সুরক্ষা দেওয়া আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তবে মচকালেও তিনি যে ভাঙার পক্ষপাতী না, তাও প্রমাণিত তাঁর একই অভিযোগের পুনরাবৃত্তিতে। নির্জ্জরের হত্যা নিয়ে আগের অবস্থান স্পষ্ট করেই তাঁর দাবি, আমাদের কাছে জোরালো প্রমাণ রয়েছে এই হত্যার সঙ্গে যুক্ত রয়েছেন ভারতীয় এজেন্টরাই। তবে নিজের অভিযোগের সপক্ষে এ পর্যন্ত কোনও প্রমাণ তুলে ধরতে পারেননি কানাডার প্রধান। দেশটির বিদেশ মন্ত্রক থেকেও ভারতকে পাঠানো হয়নি কোনওরকম তথ্যপ্রমাণ। কানাডার দাবি প্রথম থেকেই ভারত সরকার নস্যাৎ করে দেয়, পাশাপাশি দেশটির এমন অভিযোগের ভিত্তি কী তাও জানতে চায়। তবে অভিযোগ জানালেও তার ভিত্তি প্রস্তুত করতে এ পর্যন্ত ব্যর্থ কানাডা।