নিউজ ডেস্ক: সুযোগ পেয়েই কাজে লাগালেন ভারতের দ্রুতগতির পেসার মহম্মদ শামি। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেমে শুরু থেকেই বলে আগুন ঝরালেন তিনি। বল হাতে শুরুতেই মিচেল মার্শকে ফিরিয়ে দেন শামি। এরপরে ক্রিজে জমে যাওয়া স্টিভ স্মিথকে ক্লিন বোল্ড করে ফের ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১২৩ রান। ক্রিজে রয়েছেন লাবুসেন ও গ্রিন। ৬ ওভার বল করে মাত্র ২২ রান খরচ করে শামি ইতিমধ্যেই তুলে নিয়েছেন ২ টি মূল্যবান উইকেট। অন্য উইকেটটি দখল করেছেন রবীন্দ্র জাদেজা।
উল্লেখ্য, বিশ্বকাপের আগে শেষ ODI সিরিজ খেলছে ভারত। এই কারণে মহাযুদ্ধ শুরুর আগে খেলোয়াড়দের পারফরম্যান্স খতিয়ে দেখে নিচ্ছেন দ্রাবিড়। যে কারণে প্রবীণদের প্রথম ২ ম্যাচে বিশ্রামে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে নবাগতদের, বিশেষ করে প্রথম বিশ্বকাপ খেলতে নামছেন ভারতের যে সব তরুণরা। প্রথম দুই ম্যাচে রোহিত মাঠের বাইরে থাকায় ব্যাটনের দায়িত্ব সামলাচ্ছেন কেএল রাহুল। রোহিতের স্থানে গিলের সঙ্গে ওপেন করার সম্ভাবনা রতুরাজের।
অন্যদিকে, দীর্ঘদিন পর দেশের জার্সি গায়ে ODI খেলতে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামানো হয়েছে ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তবে বল হাতে আপাতত সাফল্য পেতে ব্যর্থ অশ্বিন। এদিকে, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সম্ভাবনা থাকায় অনেকেই মনে করেছেন এই সিরিজে ভালো পারফরম্যান্স করলে শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে ঠাঁই পাওয়ার সম্ভাবনা অশ্বিনের। তবে শেষ সাংবাদিক বৈঠকে অশ্বিনকে নিয়ে তেমন আশাব্যঞ্জক মন্তব্য করতে শোনা যায়নি হেড কোচ রাহুল দ্রাবিড়কে।