নিউজ ডেস্ক: প্রিঅর্ডারের পর্ব মিটিয়ে এবার নিজে হাতে আইফোনের নতুন সিরিজ কিনতে পারবেন গ্রাহকরা। শুক্রবার থেকেই বাজারে এসে গিয়েছে নতুন এই ফোন। ভারত, অস্ট্রেলিয়া সহ বিশ্বের মোট ৪০ টি দেশে এক সঙ্গে শুরু হয়েছে বিক্রি। অ্যাপেলের আইফোন অনেকের কাছেই ভীষণ পছন্দের একটি মোবাইল। সবার আগে সেই ফোন কেনার জন্য ভোররাত থেকেই দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছে আনেক ক্রেতাই। দিল্লির সাকেতে অ্যাপলের নিজস্ব স্টোরের বাইরেও শুক্রবার সকাল থেকে তেমনই লাইন নজরে পড়েছে। সবার প্রথম আইফোন ১৫ কিনে উচ্ছ্বসিত ক্রেতা নিজেও।
আইফোন লঞ্চ হবে এই ঘোষণা হওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছিল অ্যাপেল ব্যবহারকারীরা। সেই সঙ্গে চর্চাও শুরু হয়েছিল আইফোন ১৫ সিরিজের দাম নিয়ে। অন্যান্য সিরিজ গুলির সঙ্গে তুলনা করে দেখলে এই নয়া সিরিজের দাম যে আকাশ ছোঁয়া হতে চলেছে তা অনুমান করেছিল ইউজারদের একাংশ। কিন্তু সেই অনুমানে জল ঢেলে দিয়ে নাগালের মধ্যেই দাম রেখেছে কতৃপক্ষ। আইফোন ১৫ সিরিজের আইফোন ১৫-এর দাম শুরু হয়েছে আশি হাজার টাকা থেকে। ফিচারের উপর ভিত্তি করে দাম উঠানামা করেছে অন্যান্য ফোনগুলিতে।
আইফোন ১৫ সিরিজের মধ্যে রয়েছে মোট চারটি মডেল। আইফোন ১৫, আইফোন আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুটিতে রয়েছে তিনধরণের স্টোরেজ ক্যাপাসিটি। ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি। আইফোন ১৫ মডেলের সর্বনিম্ন ১২৮ জিবি স্টোরেজের দাম শুরু হচ্ছে ৭৯ হাজার ৯০০ টাকা থেকে। আইফোন ১৫ প্লাস মডেলের ১২৮ জিবির দাম ৮৯ হাজার ৯০০ টাকা থেকে। তবে আইফোন প্রো এর ১২৮ জিবির দাম লাফিয়ে বেড়েছে অনেকটাই। এই মডেলের দাম শুরু হচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা থেকে। আইফোন প্রো ম্যাক্স ২৫৬ জিবির দাম শুরু হচ্ছে ১ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা থেকে।
নতুন এই সিরিজে আইফোন, প্লাস, প্রো এবং প্রো ম্যক্স থাকলেও মিনি নেই। যা এই সিরিজকে অন্যান্য ফোনগুলির থেকে আলাদা করেছে। আইফোন ১৫ নিয়ে রীতিমতো ক্রেজ তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে। সকাল থেকেই লাইন পড়েছে দিল্লি মুম্বইয়ের অ্যাপেল স্টোরে সকাল থেকেই লাইন পড়েছে। স্টোরে মজুদ ফোনও শেষ হয়ে যাওয়ার সম্ভবনা দেখছেন স্টোর মালিকরা। বলা হচ্ছে যে এখন প্রিঅর্ডার করলে সেই ফোনগুলিও আসতে আসতে নভেম্বর হয়ে যাবে। অর্থাৎ অপেক্ষা ছাড়া গতি নেই!