নিউজ ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক বিদেশী ছাত্রকে
অপহরণ করল এক দল দুষ্কৃতী। বোলপুর থানার অন্তর্গত ইন্দিরাপল্লীতে বাড়ি ভাড়া করে
থাকত মায়ানমারের পান্না চা নামে ওই ছাত্র। দুপুরবেলায় ছাত্রটি যখন নিজের বাড়িতে
এক বন্ধুর সাথে পড়াশোনা করছিল সেই সময় ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল তাকে বাড়ি থেকে বলপূর্বক একটি গাড়িতে তুলে চম্পট দেয়। তবে কেন ওই বিদেশী
ছাত্রকে এভাবে অপহরণ করা হলো তা নিয়ে ধন্ধে রয়েছে বোলপুর
থানার পুলিশ। অপহৃত ছাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি
বিভাগের পি এইচ ডি বিভাগের ছাত্র।
বিদেশী ছাত্রকে এইভাবে অপহরণ করায় বিশ্বভারতী
বিশ্ববিদ্যালয় পড়তে আসা বিদেশি পড়ুয়াদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে।
বোলপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ ইমেইল মারফত
একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রটি নিখোঁজ রয়েছে বলে। বিদেশী ছাত্র অপহরণের ঘটনায় প্রতিক্রিয়া
জানিয়েছেন বিস্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর। তিনি বলেন, “এভাবে দিনের বেলায় একজন বিদেশী ছাত্র অপহরণ হয়ে গেল
কেউ টের পেল না এটা খুবই চিন্তার বিষয়। শুনেছি পুলিশ সুপার
নির্দেশে এখন রাস্তায় কোনো টহলদারি
পুলিশের ভ্যান থাকে না। অবিলম্বে টহলদানকারী পুলিশের ভ্যান রাস্তায় ফিরে আসা উচিত
সাধারণ মানুষের নিরাপওার স্বার্থে।
বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সোম জানিয়েছেন , যে
ছাএটি অপহরণ হয়েছে তাকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধার করার আবদেন জানাই পুলিশের
কাছে। কারন ছাত্রটি বিদেশী। যদি কোনো ক্ষতি হয়ে যায় ছাএটির
তাহলে আর্ন্তজাতিক স্তরে ভারত ও মায়ানমারের সর্ম্পকের
অবন্নতি হবে।