নিউজ ডেস্ক: জম্মুর আকাশে তিরঙ্গা নিশান আঁকল ভারতীয় বায়ুসেনা। এদিন ছিল না স্বাধীনতা দিবস
কিংবা গণতন্ত্র দিবস। আর পাচটা দিনের মতি হিমালয়ের বুক চিড়ে উঠছিল সুর্য। শুক্রবার ভারতীয় বায়ুসেনার সুর্যকিরন দল এক চমকপ্রদ এয়ার শো
দেখাল জম্মুবাসীকে। এই মহড়া ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত
থেকে মাত্র ১৫থেকে ২০ কিলোমিটার দূরে অনুষ্ঠিত
হয় যা যথেষ্ট তাতপর্যপুর্ণ। এদিনের এয়ার শোতে অংশ নেয় সূর্য কিরণ অ্যারোবেটিক টিম (SKAT),
Mi-17 হেলিকপ্টার, এয়ার ওয়ারিয়র ড্রিল টিম
(AWDT), আকাশগঙ্গা ডেয়ারডেভিল স্কাইডাইভিং টিম এবং IAF
ব্যান্ডের মিউজিক্যাল পারফরমেন্স দল।
২২ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের রাজ্য স্বীকৃতির ৭৬ বছর এবং এয়ার ফোর্স স্টেশন জম্মুর হীরক জয়ন্তী উদযাপনের জন্য স্থানীয় সরকারের সঙ্গে একযোগে এয়ার শোয়ের আয়োজন করে। এই মার্কি ইভেন্টে নয়টি এয়ারক্রাফ্ট দল, ফ্লাইং হক এমকে-১৩২ দ্বারা সুনির্দিষ্ট এবং সিঙ্ক্রোনাইজড ফ্লাইং
পারফরম্যান্স প্রদর্শন করে। এছাড়াও, Mi-17 মাঝারি লিফ্ট হেলিকপ্টার ব্যবহার করে বায়ুসেনার, প্যারা
জাম্পার ফল এয়ার ওয়ারিয়র ড্রিল প্রদর্শন করে। সুর্যকিরন দল স্বাধীনতা
এবং গণতন্ত্র দিবসে দিল্লীর আকাশে প্রতিবছর তাদের কৌশল প্রদর্শন করে থাকে। তবে পাক
সীমান্তের কাছে জম্মুর নাগরিকদের জন্য এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ন।