নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই ঋতাভরী চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চমকে ওঠেন সকলে। মা হতে চলেছেন ঋতাভরী! স্বাভাবিকভাবেই ধেয়ে আসে প্রশ্ন। তবে বাবা কে? কবেই বা বিয়ে করলেই ঋতাভরী? ফেসবুকে অভিনেত্রী লেখেন, ‘আমি এবং আমার স্বামী যৌথ ভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা একান্ত কাম্য।’ তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসার পরেই আলোচনা শুরু হয়। তবে কি ইলিয়ানা ডিক্রুজের মতো ঋতাভরীও লুকিয়ে বিয়ে সেরে ফেলেছেন?
পরের দিন শুক্রবার এই প্রশ্নের জবাব দিলেন ঋতাভরী নিজেই। ওটিটি ডেবিউ করেছেন ঋতাভরী। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ওয়েব সিরিজ নন্দিনী। ‘নন্দিনী’ নামের এই ওয়েব সিরিজ়ে অভিনেত্রীর চরিত্রটি আসলে অন্তঃসত্ত্বার। তাই সবটাই ছিল সিরিজের প্রচারের কৌশল। পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছেন তিনি। তাই দেরি না করে পরের দিনই রহস্যোদঘাটন করলেন। নিজের চরিত্র প্রসঙ্গে ঋতাভরী বললেন, ‘চিত্রনাট্য পড়েই চমকে গিয়েছিলাম। থ্রিলার না কি ভূতের গল্প, সেটাই আমাকে ভাবিয়েছিল। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সে কী করে তার মাকে ফোন করে!’ একই সঙ্গে তিনি জানালেন, অন্তঃসত্ত্বা চরিত্রে অভিনয় করাটাও তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ প্রতিটি পর্বের সঙ্গে এক জন মায়ের গর্ভাবস্থার বিভিন্ন দিকগুলো তাঁকে ফুটিয়ে তুলতে হয়েছে।
সিরিজটিতে চিত্রটির নাম স্নিগ্ধা। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে পরিবারে খুশির বন্যা বয়ে যায়। কিন্তু হঠাৎই ডাক্তার জানায় তাঁর গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখবে না। ফলে গর্ভপাত ছাড়া অন্য কোনও পথ নেই। এ দিকে গভীর রাতে এক রহস্যময় কণ্ঠস্বর স্নিগ্ধাকে জানায় তার সন্তান বেঁচে আছে। স্মিগ্ধা জানতে পারে ফোনের ও পারের কণ্ঠস্বরটি আসলে তারই সন্তানের! ঘনীভূত হয় রহস্য আরও। সিরিজটি পরিচালনা করছেন খলক মীর। অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য। আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমস-এ সিরিজটি মুক্তি পেতে চলেছে।