সল্টলেক: এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল সল্টলেকের এই AE ব্লকের ৭৯১ নম্বর বাড়ির
বাসিন্দা বছর ৬৬’র পিনাক সরকারের। বৃহস্পতিবার রাত ১০:১৫ নাগাদ
একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেট এ মৃত্যুর কারণ হিসাবে লেখা
রয়েছে সিভিয়ার ডেঙ্গি সিন্ড্রোমের কথা।
পরিবার সূত্রে খবর, অগাস্ট মাসের ২৭ তারিখ
পিনাক বাবুর জ্বর আসে। ২৮ তারিখ তাঁকে ভর্তি করা
হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। এর পর
কিছু সমস্যার কারণে তাকে ১৫ তারিখ ভর্তি করা হয় বাইপাস এর কাছে একটি বেসরকারি
হাসপাতালে। ২১ তারিখ রাত ১০:১৫ নাগাদ তার মৃত্যু হয়।
খবর পেয়ে শুক্রবার মৃতের বাড়িতে পৌঁছন বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা ৩১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী
দত্ত। সেখানে গিয়ে পুরসভার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তিনি। সব্যসাচী দত্ত বলেন,
“এটা দুর্ভাগ্য যে আমার ওয়ার্ডেই একজন
মারা গেলেন। এটা খুব দুঃখজনক ঘটনা। কিন্তু সব
মানুষকেই বারবার করে অনুরোধ করছি নিজের বাড়ি পরিষ্কার রাখুন
এবং পার্শ্ববর্তী বাড়িতে যদি কেউ পরিষ্কার না রাখে দয়া করে অনুরোধ করুন। একটা
গলিতে অন্তত ১০-১২ জনের ডেঙ্গু হয়ে গেছে। মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্টে প্রভিশন
আছে যদি আপনি বাড়ি অপরিষ্কার রাখেন এফআইআর
করে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সেটা
কর্পোরেশন থেকে করা হয় না। কিছু বললেই বলবে আমার লোক নেই
দেখছি। আসি যায় মাইনে পাই কাজ করলে ওভারটাইম চাই। এটাই পুরসভার কর্মীদের দস্তুর আর বলবো কিছু। কাজ হলে এরকম ভাবে মানুষ মারা যায়। বাড়ির
ভেতরে আবর্জনা আছে, সেই আবর্জনা বছরের পর বছর ধরে আছে। কি
করব আমি কাউন্সিলর। মিউনিসিপাল কর্পোরেশনের একটি কাউন্সিলরের কি অধিকার আছে? মেয়র কে বলতে হবে। স্বাস্থ্য
দফতরের এমআইসিকে বলতে হবে। মেয়রকে আমি ফোনে
পাই নি”।