নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং তাঁর ছেলে এইচ ডি কুমারস্বামী। জল্পনা শুরু হয়, তবে কী এনডিএ শিবিরে নাম লেখাবেন বর্ষীয়ান এই জেডিএস নেতা! এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলাল জনতা দল(সেকুলার)।
শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এইচডি কুমারস্বামী। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সেই বৈঠকের পরই বিজেপির তরফে ঘোষণা করা হয়, এনডিএ জোটে যোগ দিচ্ছে জেডি(এস)।
সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে দু’দলের জোটের সমীকরণ নিয়ে বৈঠক হয় দুই নেতার মধ্যে। সেইসঙ্গে, নির্বাচনে কর্ণাটকের আসন বন্টন নিয়েও আলোচনা হয় তাঁদের বলে খবর। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারবেন দেবেগৌড়া।
কুমারস্বামীর সঙ্গে এদিনের বৈঠকের একটি ছবি এক্স হান্ডেলে পোস্ট করেছেন নাড্ডা। লিখেছেন, “এনডিএ জোটের শরিক হওয়ার জেডিএস-এর সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। আমরা ওনাদের স্বাগত জানাচ্ছি। এতে এনডিএ আরও শক্তিশালী হবে এবং মোদীজির ‘নতুন ভারত, শক্তিশালী ভারত’এর লক্ষ্য পূরণ হবে।”
Tags: NULL