নিউজ ডেস্ক: সুন্দরবনের জঙ্গল থেকে গাছ কেটে কাঠ ও কাঠের গুঁড়ি অবাধে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। দিনের পর দিন সুন্দরবনে কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য বেড়েই চলছিল। ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছিল জঙ্গল। অবশেষে আদালতের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার অবৈধ করাতকলগুলিতে হানা দিতে শুরু করেছে বনদফতর।
গত দু’দিন ধরে অভিযান চালিয়ে ৩০টি স-মিল সিল করেছে বন দফতর। দক্ষিণ ২৪ পরগনা ডিভিশনের এডিএফওর নেতৃত্বে এক বিশেষ দল এই অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সুন্দরবনের জঙ্গল থেকে পাচার হওয়া বিভিন্ন গাছের গুঁড়ি ও কাঠ এবং কাঠ চেরাইয়ের রকমারি যন্ত্রপাতি।
সুন্দরবনের গাছ কেটে কাঠপাচারকারীদের মাধ্যমে ওই সমস্ত কাঠ ও গাছের গুঁড়ি অবাধেই পৌঁছে যেত বেআইনি করাতকলগুলিতে। এই বিষয়ে এডিএফও চিন্ময় বর্মন বলেন, “অবৈধ করাতকলগুলি ছাড়াও লাইসেন্সপ্রাপ্ত বেশ কিছু করাতকলেও জঙ্গলের পাচার হওয়া কাঠ চেরাইয়ের এমন অবৈধ ব্যবসা চলার খবর এসেছিল আমাদের কাছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চলে।” করাতকলগুলিতে লাগাতার এই অভিযানের ফলে সুন্দরবনে কাঠ পাচারকারীদেরও দৌরাত্ম্য কমবে বলে মনে করছে বন দফতর।