নিউজ ডেস্ক: ২৩ সেপ্টেম্বর শনিবার থেকে
শুরু হতে চলেছে এশিয়ান গেমস ২০২৩। করোনা অতিমারির কারণে গত বছর অর্থাৎ ২০২২ সালের এই
ইভেন্টটি স্থগিত ছিল, সেই ইভেন্টেরই শুভ উদ্বোধন হতে চলেছে আজ। তবে এশিয়াডের দলগত ইভেন্ট
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রঙিন হয়ে সেজে উঠছে চিনের
হানঝাউ শহর। হানঝাউয়ের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামেই আয়োজিত হবে এই মাল্টি
স্পোর্টস ইভেন্ট।
হানঝাউয়ের এই স্টেডিয়ামটি
বাইরে থেকে দেখতে অনেকটা পদ্মফুলের মত আর তাই একে অনেকে বিগ লোটাস নামেও ডাকেন। ২০১৮
সালে এখানে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল একটি ফুটবল স্টেডিয়াম। সেখানেই হবে এবারের এশিয়াডের
উদ্বোধন। ২৩ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল ৫.৩০ মিনিটে সরাসরি এই উদ্বোধনী অনুষ্ঠান
সম্প্রচারিত হবে। অনুষ্ঠান এবং ইভেন্টগুলি সরাসরি দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে।
এছাড়াও সোনি স্পোর্টস টেন ২ এবং সোনি স্পোর্টস টেন ৩ চ্যানেলেও দেখা যাবে এশিয়াডের
উদ্বোধনী অনুষ্ঠান।
২৩ সেপ্টেম্বর
থেকে শুরু হচ্ছে এই এশিয়ান গেমস, চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। এবার
ভারত থেকে প্রায় ৬৫০ জনের বেশি অ্যাথলিট এশিয়াডে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে
ভারতের পতাকা বহন করবেন হরমনপ্রীত সিং এবং অলিম্পিক্সে পদক জয়ী লভলিনা বড়গোহাঁই।
ইতিমধ্যেই ফুটবল এবং ক্রিকেটের গ্রুপ পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকে
পদক জয়ের পর্ব শুরু হবে। ভারতীয় অ্যাথলিটরা এবার দেশের জন্য কতগুলি পদক জিতে
আনে, সেই অপেক্ষার পারদ ক্রমেই চড়ছে দেশবাসীর মনে।