নিউজ ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় ফের বিশ্বগুরু ভারত! একই সঙ্গে টেস্ট, ওয়ান ডে এবং টি-২০ ফরম্যাটে শীর্ষ স্থান দখল করল দ্রাবিড়ের ছেলেরা। বিশ্বকাপের আগে এই সাফল্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলকে। বাকি দুই ফরম্যাটে ১ নম্বর র্যাঙ্কে থাকলেও ODI ফরম্যাটে ২ নম্বর পজিশনে ছিল ভারত। কিন্তু শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়াকে প্রথম ODI-তে হারানোর পর একদিনের ক্রিকেটে পাকিস্তানকে টপকে এভারেস্টে রোহিতের দল।
এর আগে ODI ফরম্যাটে ১১৫ পয়েন্ট নিয়ে ১ম ধরে রেখেছিল পাকিস্তান। কিন্তু গতকাল ম্যাচ জিতে ১১৬ পয়েন্ট নিয়ে সেই স্থানে পৌঁছে গেল ভারত। অন্যদিকে ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। এছাড়া চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। উল্লেখ্যযোগ্য, তালিকায় বাংলাদেশেরও নীচে অবস্থান করছে এশিয়া কাপ রানার্স শ্রীলঙ্কা।
অন্যদিকে টি-২০ ফরম্যাটে ২৬৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরেই ভারত। ২৬১ পয়েন্ট নিয়ে ২য় ইংল্যান্ড। অন্যদিকে টেস্ট দুনিয়ায় পরপর দুইবার ICC টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠে পরাজিত হলেও ১১৮ পয়েন্ট নিয়ে ফার্স্ট বয় ভারত। অন্যদিকে ভারতের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে একই পয়েন্টে অবস্থান করে ২য় স্থানে অজিরা। আর ইংল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে।