নিউজ ডেস্ক: হেরিটেজ ‘গ্র্যান্ড‘
হোটেলের সামনের ফুটপাথ বহু বছর ধরে হকারদের
দখলে। শুধু তাই নয়, সেখানে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ করেও
রমরমিয়ে ব্যবসা চলছে। কিভাবে ওই ফুটপাত সাফ করা যায়, কলকাতা
পুরসভাকে তা জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
একই সঙ্গে, বেআইনি ভাবে
ফুটপাথ দখলকারীরা কিভাবে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে শুক্রবার এই সংক্রান্ত মামলায় তা
নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। এনিয়ে বিদ্যুৎ সরবরাহকারী সিইএসসিকে তথ্য পেশের
নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আদালতের নির্দেশ আদালতের অনুমতি ছাড়া সেখানে
নতুন করে কোন হকারকে লাইসেন্স দেওয়া যাবে না। ৫ অক্টোবর
মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে পুরসভা ও সিইএসসিকে যাবতীয় প্রশ্নের উত্তর
হলফনামা মারফত দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।
ঐতিহ্যবাহী ওই হোটেল
কর্তৃপক্ষের অভিযোগ, সামনের ঝুল বারান্দার নিচে হকারদের
রাজত্ব চলছে। তাদের সরে যেতে বললে তারা হুমকি দেয়। রীতিমতো
পাকা কাঠামো বানিয়ে ব্যবসা হচ্ছে বহু বছর ধরে। রাস্তার লাইট
পোস্ট থেকে বিদ্যুৎ সংযোগ টেনে আনা হয়েছে। ফলে বাগড়ি মার্কেটের মত যে কোনও দিন
এখানে আগুন লাগার মতো দুর্ঘটনা করতে পারে।
এদিন এই মামলায়
পুরসভা জানায়, কোথা থেকে বিদ্যুৎ সংযোগ তারা নিয়েছে,
জানা নেই। নিউমার্কেট থানা জানায়, হোটেলের
প্রবেশ ও বাহির পথ ফাঁকা রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যায়। বিচারপতি অমৃতা
সিনহা জানতে চান, “কে তাদের ওখানে ব্যবসা করার অনুমতি
দিল? কিভাবে তারা সেখানে পাকা কাঠামো বানিয়েছে? তাদের বেআইনি বিদ্যুৎ সংযোগ সম্পর্কে সিইএসসি কিছুই জানেনা?