নিউজ ডেস্ক: ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ নিয়ে তৈরি হল দ্বৈরথ। নয়া
সংঘাত রাজ্য ও রাজভবনের মধ্যে। প্রসঙ্গত নির্মল চন্দ্র রায়ের শপথ রাজভবনে করাতে চান
রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু রীতি মেনে বিধানসভায় শপথ চায় রাজ্য। শেষ পাওয়া খবর
পর্যন্ত রাভভবন অনড় তাদের সিদ্ধান্তে।
Tags: NULL