নিউজ ডেস্ক: লস্কর-ই-তৈবার জঙ্গির সঙ্গে যোগাযোগ রাখা এবং পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হলেন কাশ্মীরের এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক। সূত্রের খবর, ধৃত ওই পুলিশ আধিকারিকের নাম শেখ আদিল মুস্তাক। জম্মু ও কাশ্মীর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে বহাল ছিলেন তিনি। কাশ্মীর উপত্যকায় সক্রিয় এক জঙ্গিকে প্রশাসনের হাত থেকে বারে বারে বাঁচাতেন এই পুলিশ সুপার বলে খবর। তবে শুধুমাত্র বাঁচানো নয়, সেই জঙ্গিকে সাহায্য করার পরিবর্তে মোটা টাকা ঘুষও নিতেন আদিল।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে শ্রীনগর থেকে আটক করা হয় ৩ জঙ্গিকে লস্কর-যোগের কারণে। তাদের থেকেই খবর মেলে তাদের এক সঙ্গী কোনও এক পুলিশকর্তার সাহায্য নিয়ে পালিয়ে যায়। এরপর সেই পলাতক জঙ্গিকে গত জুলাই মাসেই গ্রেফতার করেছিল ভারতীয় সেনা। তার কাছ থেকে বাজেয়াপ্ত ফোন থেকে পাওয়া যায় বহু গুরুত্বপূর্ণ তথ্য। সেখান থেকেই জানা যায়, আদিল মুস্তাকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত ওই জঙ্গি। আরও জানা যায়, গ্রেফতারের হাত থেকে বাঁচানোর পরিবর্তে ওই জঙ্গির থেকে ৫ লক্ষ টাকা ঘুষও নিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত জানা গেছে, এর আগেও তোলা তোলার মতো অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল এই আধিকারিকের বিরুদ্ধে। এমনকি বহু জায়গা থেকে টাকাও আদায় করতেন বলে খবর। পুলিশের এতটা উচ্চপদে আসীন থাকা কোনও কর্তার বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ তেমন শোনা যায়নি বহু বছর ধরেই। বিষয়টি নিয়ে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বসানো হয়েছে।