নিউজ ডেস্ক: বিয়ের সানাই বাজতে শুরু করেছে উদয়পুরের হোটেল লীলা প্যালেসে। আগামীকাল, ২৪ সেপ্টেম্বর, রবিবার, রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রিয় মিমি দিদির মতোই তাঁর বিয়ের অনুষ্ঠানও বসতে চলেছে রাজস্থানের উদয়পুরে। হবু বর কনেকে আমন্ত্রন জানাতে সেজে উঠেছিল উদয়পুর বিমানবন্দর। ইতোমধ্যেই বাড়ির লোকজন সহ হবু বর-কনে পৌঁছে গিয়েছেন উদয়পুর। বিয়ের জন্য দুটি হোটেল বেছে নিয়েছেন তাঁরা। পিচোলা লেকের ধারে লীলা প্যালেস ও তাজ লেক প্যালেস।
তবে এর মধ্য়ে বরযাত্রীর থাকার ব্য়বস্থা করা হয়েছে তাজ লেক প্যালেসে। আর কনে যাত্রীরা থাকবেন লীলা প্যালেসে। সেখানেই বিয়ের আসর বসতে চলেছে। ঘোড়ার বদলে নৌকা করে বিয়ে করতে আসবেন রাঘব। বিদায় অনুষ্ঠানের পর বৌভাতের আসর বসবে তাজ লেক প্যালেসে। টিনসেল টাউনের বিয়ে মানেই ঝাঁচকচকে একটা ব্যাপার। সেই সঙ্গে থাকে কড়া নিরাপত্তাও। তবে এটি শুধুমাত্র অভিনেত্রীর বিয়ে নয়, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতিও। ফলে এই বিয়ে পাঞ্জাবি বিগ ফ্যাট ওয়েডিং-এর পাশে নাম লিখিয়েছে হাই-প্রোফাইলেরও। বিয়েতে আমন্ত্রিত রয়েছেন দিল্লি, পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা, থাকবেন আরও একাধিক ব্যক্তিরা। আর তাই তো এই হাইপ্রোফাইল বিয়ের জন্য নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এই বিয়েকে ঘিরেই এখন সাজো সাজো রব পড়ে গিয়েছে দুই হোটেলে। নিরাপত্তা ব্যবস্থার ভোল পাল্টে ফেলেছে তাঁরা। কড়া নিয়ম মেনে চলতে হবে হোটেলের স্টাফদেরও। আগামী তিন দিনের মধ্য়ে কোনো হোটেল কর্মী বাইরে বেরোতে পারবেন না। যাঁরাই বিয়েতে আসবেন স্ক্যান করে তবেই ভেতরে ঢুকতে পারবেন তাঁরা। এর সঙ্গে ১০০ জন সিকিউরিটি গার্ড থাকবে। লেক পিচোলাতেও নৌকা করে টহল দেবেন গার্ডরা। পিচোলা লেকের মাঝেই অবস্থিত তাজ প্যালেস আর পাড়ে রয়েছে লীলা। তাই লেক পিচোলাতেও নিশ্ছিদ্র করা হয়েছে নিরাপত্তা। এছাড়াও অন্যান্য় বিয়ের ট্রেন্ড অনুযায়ী ফোনের ক্যামেরায় টেপ লাগিয়ে বন্ধ করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। এছাড়াও বাড়তি সতর্কতার জন্য শহরের ১৫টি জায়গায় চেক পয়েন্টও বসানো হয়েছে।