নিউজ ডেস্ক: রয়েছে হোটেল ব্যবসা। তবে ব্যবসার উপরে চলে যেত যৌন আবেগ! হোটেলে আসা বিদেশিনী পর্যটকদের নানা অছিলায় স্পর্শ করা, শরীরের আপত্তিজনক অঙ্গে হাত দেওয়ার কুঅভ্যাস ছিল পাকিস্তানবাসী বৃদ্ধের। সীমা ছাড়িয়ে গেলে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়ে শ্রীঘরে স্থান পেলেন বৃদ্ধ। পেশোয়ারের একটি রেস্তোরাঁর মালিক এই অভিযুক্ত।
সূত্রের খবর, হোটেলে কোনও বিদেশি মহিলা কিংবা যুবতি এলেই তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করতে দেখা যেত নিসার নামের ওই হোটেল মালিককে। বিষয়টি নিয়ে আগে প্রতিবাদ করেন অনেকেই। এমনকি যাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করতেন নিসার, তারাও বহুবার বিষয়টি জানিয়েছিলেন প্রশাসনকে। সোশ্যাল মিডিয়াতেও আগে প্রতিবাদ করেছিলেনওই হোটেলে যাওয়া বহু মানুষজন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
কিন্তু সম্প্রতি অভিযুক্তের বেশকিছু ছবি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় জনৈক বিদেশি মহিলাকে অশ্লীলভাবে স্পর্শ করে রয়েছেন নিসার। এমনকি মহিলার বুকে হাত রেখেও ছবি তুলতে দেখা যায় তাকে। সূত্রের খবর, পেশোয়ারে বেড়াতে গিয়ে ওই হোটেলে এসেছিলেন ওই বিদেশিনী। তাঁকে দেখেই তাঁর সঙ্গে ছবি তোলার বাই তোলেন অভিযুক্ত বৃদ্ধ। এরপরই তোলা হয় সেই ছবিগুলি। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন নেটাগরিকেরা। দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয় বৃদ্ধকে। এরপর তড়িঘড়ি তাকে শ্রীঘরে চালান করে পেশোয়ার পুলিশ।