নিউজ
ডেস্ক: বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবশেষে শুরু হল সিসিটিভি
ক্যামেরা লাগানো। ক্যাম্পাস এবং হস্টেল মিলিয়ে মোট ১০টি জায়গায় বসানো হবে এই ক্যামেরা।
আপাতত মোট ২৯টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গিয়েছে।
কোথায়
কোথায় এই ক্যামেরা বসানো হবে তা আগে থেকেই ঠিক করে রাখা ছিল। সংশ্লিষ্ট সংস্থার তরফে
১০ জন সদস্যের একটি দল এসে তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয় চত্বরে। সিসিটিভি
বসানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গেটগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতি গেটে
দু’টি করে ক্যামেরা বসানো হবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনও নজরদারিতে গুরুত্ব পেয়েছে। এই সিসি
ক্যামেরাগুলিতে ৩০ দিনের মেমরি বা তথ্যধারণ ক্ষমতা থাকবে। মূলত, বিশ্ববিদ্য়ালয়ে প্রবেশ করা গাড়িগুলির নম্বরপ্লেট এবং যাঁরা
ঢুকছেন, তাঁদের ছবি ক্যামেরাবন্দি করা
হবে। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু
অভ্যন্তরীণ বিরোধিতায় তা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য শুধু
সিসিটিভি নয়, অন্য সম্ভাব্য বন্দোবস্তও করা
হবে। প্রযুক্তির ব্যবহারের কথা বলেছিলেন তিনি। রাজ্যপালের মধ্যস্থতায় ইসরো থেকে
একটি প্রতিনিধি দল এসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হস্টেল ঘুরে দেখে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।