নিউজ ডেস্ক:
বাগুইআটিতে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন
পরিচারিকা সোফিয়া খাতুন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার
করা হয় তাঁকে। প্রথমে এই মৃত্যু স্বাভাবিক মনে হলেও পরে দেখা যায় তাঁকে নিগ্রহ করেছিল
ওই পরিচারিকা। বৃদ্ধার মৃত্যুর পিছনে মানসিক ও শারীরিক নির্যাতন দায়ী বলে দাবি করেছে
পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পরিচারিকা বৃদ্ধাকে চড় মারছে এবং মুখ টিপে ধরছে। এমনকি বালিশ চাপা দিতে ফুটেজে দেখা গেছে দাবি পরিবারের।
জানা গেছে
১১ সেপ্টেম্বর, বাগুইআটির
অনুপমা আবাসনে নিজের ফ্ল্যাটে মারা যান ৭০ বছর বয়স্কা এক মহিলা। দীর্ঘ সাত বছর
ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় বিছানা থেকে উঠতে পারতেন না। নিজের ফ্ল্যাটে
একাই থাকতেন তিনি । তাকে দেখাশোনা করার জন্য দুজন আয়া ছিল । চলতি মাসের ১১ তারিখ সকাল বেলায় ওই মহিলা মারা গেলে তার আত্মীয়রা শেষকৃত্য সম্পন্ন করে।
এরপরই পরিবারের লোকজনের ১৯ তারিখ ওই বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভির ফুটেজ দেখে
। সিসিটিভির ফুটেজ ছিল রীতিমতো হাড় হিম করা । সেখানে স্পষ্ট দেখা যায় ওই মহিলাকে
দেখাশোনা করার জন্য নিযুক্ত আয়া ১০ তারিখ প্রায় সারা রাত ধরে অত্যাচার করে
বয়স্কা মহিলার উপর।
এরপরই পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায়
অভিযোগ জানানো হয় । ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে ওই আয়া সোফিয়া খাতুনকে।
বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ঐশ্বর্য সাগর জানান পুলিশের
জেরায় ধৃত মহিলা স্বীকার করেছেন, তার ঘুমের ব্যাঘাত হওয়ার জন্যই মহিলাকে মারধর করেছিলেন । পুরো ঘটনার
তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।