নিউজ ডেস্ক: রাধা অষ্টমীর নিশি রাতে পালকিতে করে মদনমোহন বাড়ি থেকে ময়না কাঠ অর্থাৎ
বড়দেবির শক্তিদন্ড বা মেরুদন্ড এসে পৌঁছল কোচবিহার দেবী বাড়িতে। শনিবার সকাল থেকে
পুনরায় শক্তি দন্ডের স্নান এর মাধ্যমে শুরু হল ধর্ম পূজা।
কোচবিহার মদনমোহন বাড়ির রাজ
পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, শক্তি দন্ড স্থাপনের মাধ্যমে কোচবিহার
তথা উত্তরবঙ্গের সর্বপ্রাচীন আনুমানিক ৫১৭ বছর পুরনো বড় দেবীর পূজার মূর্তি
নির্মাণের কাজ শুরু হল। প্রায় ১৯ ফুট উচ্চতার এই মূর্তি নির্মাণ আগামী তিনদিন পর
থেকে শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় ধর্ম পূজা অনুষ্ঠিত হয়েছে
এরপর তিনদিন শক্তি দণ্ড হাওয়া খাবে। বিশেষ নিয়ম-নীতি কে মান্যতা দিয়ে ধর্ম পূজা হয়। রয়েছে বলি প্রথার প্রচলন। জোড়া পায়রা বলি দিয়ে
ধর্ম পূজা করা হয়েছে এদিন। উপস্থিত ছিলেন কোচবিহারের রাজপ্রতিনিধি দুয়ার বক্সি
অজয় বক্সী, কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান সহ
অন্যান্যরা।
এই বিশেষ পূজোর দিনেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয়
বাসিন্দারা এদিন পূজো দিয়ে মানত করেন। কথিত আছে এই ধর্ম
পূজোর দিন মায়ের কাছে মানসিক করলে সেই মানসিক ফলশ্রুত হয়।