নিউজ ডেস্ক: সারা ভারত জুড়ে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সেই থেকেই থেমে নেই ‘জওয়ান’ ঝড়। ‘পাঠান’-এর সাফল্যের পর বক্স অফিসে যে নজির গড়েছিলেন শাহরুখ, সেই নজির ভেঙে প্রতিদিন নয়া নজির গড়ছেন তিনি। মুক্তির এক সপ্তাহ আগে অগ্রিম বুকিং শুরু হয়েছিল। তখন থেকেই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু ছবির প্রচারের জন্য কোনো হেলদোল করেননি বাদশা। তারপরেও লাফিয়ে লাফিয়ে আয় বাড়ছে জওয়ানের। ছবি মুক্তির আগে চেন্নাইয়ে একটি অনুষ্ঠান বাদে আর দেখা যায়নি তাঁকে। কিন্তু বক্স অফিস জুড়ে এখন শুধুই শাহরুখের নাম।
বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল পাঠান। যা বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে ঢুকেছিল। এবার সেই দৌড়ে সামিল হয়েছে জওয়ান। তৃতীয় সপ্তাহের শেষে বিশ্বজুড়ে ৯২২.৫৫ কোটি টাকা কামিয়েছে জওয়ান। ১৬ নম্বর দিনে অর্থাৎ মুক্তির তৃতীয় শুক্রবার দেশের বক্স অফিসে ৭ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান, যা এতদিনে সর্বনিম্ন। যদিও তৃতীয় সপ্তাহে আয়ের এই অঙ্ক ভালোই। এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে মোট ৫৩২.৯৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।
এখনও অবধি দেশের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির তালিকায় এক ও দু নম্বরে রয়েছে বলিউডের বাদশার নাম। প্রথমস্থানে রয়েছে ‘পাঠান’ (৫৪৩ কোটি), আর দ্বিতীয় স্থানে ‘জওয়ান’ (৫৩২.৯৩ কোটি)। পাঠানের আয়কে ছাপিয়ে যেতে জওয়ানের দরকার আর মাত্র ১০ কোটি টাকা! সপ্তাহ শেষে শনি ও রবিবার ছুটির দিনে ছবির কালেকশন নিঃসন্দেহে বাড়বে বলেই আশা করা যাচ্ছে।