নিউজ ডেস্ক: নিক জোনাসের ভাইয়ের বিবাহবিচ্ছেদের কারণেই নাকি বোনের বিয়েতে আসতে পারছেন না প্রিয়াঙ্কা। এমনটাই কানাঘুষোয় শোনা যাচ্ছে বলিউড থেকে হলিউডে। পপ তারকা জো জোনাস ও ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের বিবাহবিচ্ছেদের খবরে সরগরম বিনোদন দুনিয়া। বিয়ের চার বছরের মাথায় ভাঙল ‘জো ও সোফি’-র সংসার। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে মিউচুয়াল ডিভোর্সের কথা জানালেও এখন সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে জো ও সোফির মধ্যে।
শোনা গিয়েছিল যে, দুই সন্তানকে আটকে রাখার অভিযোগ তুলেছিলেন সোফি। তাই সেই অভিযোগে জোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন সোফি। কিন্তু সেই অভিযোগ করার পরে সন্তানদের স্বার্থে প্রাক্তন দম্পতিকে স্কুলে যাওয়ার নিদান দিয়েছেন আদালতের বিচারক! ২০১৯ সালে দু’বার গাঁটছড়া বেঁধেছিলেন এই দম্পতি। তার পরের বছরে ২০২০ সালে প্রথম কন্যা কন্যাসন্তানের জন্ম দেন সোফি। তার পরে ২০২২ সালে প্রাক্তন দম্পতির কোলে আসে দ্বিতীয় কন্যাসন্তান। তাঁদের বিবাহবিচ্ছেদের পর দুই সন্তান কার কাছে থাকবে, তাই নিয়েই ঝামেলা বেঁধেছে জো ও সোফির মধ্যে।
বর্তমানে জোনাস ব্রাদার্সের কনসার্ট চলছে। তারমধ্যেই খবরে এসেছিল দুই সন্তানকে তখনও একাই সামলাচ্ছিলেন জো। অপরদিকে সোফি নাকি পার্টি করতেই ব্যস্ত ছিলেন। রটেছে যে সোফি ইংল্যান্ডের বাসিন্দা হওয়ার কারণে সন্তানদের ইংল্যান্ডেই বড়ো করতে চান তিনি। কিন্তু জন্মসূত্রে আমেরিকার বাসিন্দা হওয়াতে মেয়েদের আমেরিকাতেই রাখতে চান জো। তাই মা-বাবার বিচ্ছেদের আঁচ যাতে সন্তানদের গায়ে না লাগে তাই পেরেন্টিং স্কুল করতে বলেছেন আদালতের বিচারক।