নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে বড় সাফল্য ভারতের। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা এল দেশের ঝুলিতে। সোনা জিতলেন দিব্যাংশ সিং পানওয়ার, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং রুদ্রাংশ বালাসাহিব। দলগত বিভাগে বিশ্বরেকর্ড করেছেন তাঁরা।
এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে পুরুষদের ১০ মিটার শ্যুটিংয়ে ১৮৯৩.৭ পয়েন্ট করে বিশ্বরেকর্ড করেছে ভারত। দেশের এই জয়কে স্বাগত জানিয়ে বিজেতাদের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
Tags: NULL