নিউজ ডেস্ক: শনিবার থেকে লাগাতার বৃষ্টি
হয়েছে উত্তরবঙ্গে। নিম্নচাপের বৃষ্টিতে দার্জিলিং, জলপাইগুড়ির, আলিপুরদুয়ার সহ
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেমন বৃষ্টি হয়েই চলেছে ঠিক তেমনই ভাসছে মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ সহ বিভিন্ন
জেলা। এ দিকে, লাগাতার বৃষ্টিতে ভয়াবহ ধস মুর্শিদাবাদের
সামসেরগঞ্জের পুঠিমারী পল্টন ব্রিজের রাস্তায়। জানা গিয়েছে, ডাকবাংলা থেকে পাকুর যাওয়ার একমাত্র রাস্তা, ১০৬ নম্বর জাতীয় সড়কে ধসের ফলে বিঘ্নিত যান চলাচল।
সমস্যায় পড়েছে বড় গাড়ি থেকে শুরু করে সব ধরনের যানবাহন।
উল্লেখ করা যেতে পারে, ৩৪ নং জাতীয় সড়ক নতুন ডাকবাংলা থেকে ঝাড়খান্ডের দিকে চলে
গিয়েছে ১০৬ নং জাতীয় সড়ক। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর বেশ কয়েক
বছর আগেই রাস্তাটি সংস্কার হয়। কিন্তু বর্ষা আসলেই বারংবার ধসের কবলে পড়ে পল্টন
ব্রিজের এই রাস্তা। রাস্তাটি দিয়ে দৈনন্দিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এদিকে
সম্প্রতি দিন কয়েক থেকে লাগাতার বৃষ্টির জেরে ডাকবাংলা থেকে ঝাড়খণ্ড যাওয়ার
একমাত্র রাস্তায় বিশালাকারের ধস নেমে যায়। ফলে ওই রাস্তায় ছোট গাড়ি থেকে বড় গাড়ি
কোনোটায় সাহস নিয়ে পারাপার হতে পারছেন না। পল্টন ব্রিজ সংলগ্ন প্রায় ১৫০ মিটার
রাস্তায় ধস নামে বলে জানাযায়। পাশাপাশি ৪ থেকে ৫ হাত গভীরতায় ওই ধস নেমেছে। এদিকে
পল্টন ব্রিজের রাস্তায় ধস নামার ফলে আশেপাশের প্রায় দশটি পরিবার আতঙ্কিত হয়ে
পড়েছে।
দার্জিলিংয়ে শ্বেতিঝোরার
কাছে ১০ নম্বর জাতীয় সড়কে বৃষ্টির কারণে নেমেছে ব্যাপক ধস। ব্যাহত হয়ে পড়েছে যান
চলাচল। রাস্তা ভেঙে গাড়ি গিয়ে পড়েছে তিস্তা নদীতে। শিলিগুড়ি থেকে সিকিম বা
কালিম্পং যেতে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ির
গতিপথ। রাস্তায় ধস এবং গর্ত দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সিকিম
থেকে শিলিগুড়িতে আসা সব গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য পথে। রাস্তায় চলা বড়
গাড়ি, ট্রাকগুলিকে কালিম্পং হয়ে
লাভা এবং করোনেশন ব্রিজ ব্যবহার করার কথা বলা হয়েছে। শিলিগুড়ি থেকে পাহাড়ে যেতে
ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি মালদা, ধূপগুড়িতেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। রাস্তায় হাঁটু
পর্যন্ত জল জমে গেছে। অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।