নিউজ ডেস্ক: ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি বেগতিক বুঝে শহর ও জেলায় নতুন করে জারি করা হয়েছে সতর্কতা। কয়েকটি জেলার বেশকিছু গ্রামাঞ্চলকে ডেঙ্গির ‘হটস্পট’ বলে ঘোষণাও করেছে প্রশাসন।
এবার পরিস্থিতি সামাল দিতে নয়া পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন। ডেঙ্গি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। যাতে জেলাগুলিতে চিকিৎসার জন্য প্রয়োজনে অনলাইন মাধ্যমে পরামর্শ নিতে পারেন স্বাস্থ্য আধিকারিকরা। শহরে রোগী রেফারের প্রবণতা কমাতে এই পদক্ষেপ রাজ্যের। কোনও কোনও জেলার সঙ্গে একাধিক বিশেষজ্ঞকেও যুক্ত করা হতে পারে বলে সূত্রের খবর।
জেলার পাশাপাশি গ্রামাঞ্চলগুলিতেও মাথায় ভাঁজ ফেলেছে ডেঙ্গি। দফায় দফায় বৃষ্টির কারণে জল জমে থাকছে রাস্তায়। ফলে জমা জলে জন্ম নিচ্ছে ডেঙ্গিবাহী মশা। আর সেইসঙ্গে দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে সঠিক চিকিৎসা পরিষেবার অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় ৮টি ‘হটস্পট’ চিহ্নিৎ করা হয়েছিল। এবার হুগলির বলাগড়, পাণ্ডুয়া, চণ্ডীতলাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়িয়েছে উত্তরের জেলা মালদাও। জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ওই জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১,০৩২ জন।
এদিকে জেলাগুলির পাশাপাশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে কলকাতাতেও। তবে পরিস্থিতি মোকাবিলায় আরও তৎপর হয়েছে পুরসভা। কলকাতা পুরসভার সমস্ত সাস্থ্যকেন্দ্র রাত পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন। সপ্তাহে তিন দিন সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্র। আর সপ্তাহে দু’দিন সেগুলি খোলা থাকবে সন্ধ্যা পর্যন্ত।