নিউজ ডেস্ক: রবিবার একসঙ্গে ৯টি
নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন’টি নতুন রুটে এই সুপারফাস্ট এক্সপ্রেস চালু
হওয়ায় মোট ১১টি রাজ্য আবার নতুন করে বন্দে ভারত পাবে। যার মধ্যে রয়েছে বাংলাও।
ইতিমধ্যে এই রাজ্য দু’টি বন্দে ভারত আগেই পেয়েছে। প্রথমটি হাওড়া-নিউ জলপাইগুড়ি, এবং দ্বিতীয়টি হাওড়া-পুরী আর এবার হাওড়া-পাটনা এবং
হাওড়া-রাঁচি রুটে আরও দু’টি বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা। এদিন বেলা সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সবক’টি
ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
একনজরে দেখে নেওয়া যাক নতুন কোন কোন
রুটের বন্দে ভারত এক্সপ্রেস রবিবার উদ্বোধন হয়েছে-
· জামনগর-আমদাবাদ
বন্দে ভারত এক্সপ্রেস
· উদয়পুর-জয়পুর
বন্দে ভারত এক্সপ্রেস
· রৌরকেল্লা-ভুবনেশ্বর-পুরী
বন্দে ভারত এক্সপ্রেস
· হাওড়া-পাটনা
বন্দে ভারত এক্সপ্রেস
· হাওড়া-রাঁচি
বন্দে ভারত এক্সপ্রেস
· হায়দরাবাদ-বেঙ্গালুরু
বন্দে ভারত এক্সপ্রেস
· তিরুনেলবেলী-মাদুরাই-চেন্নাই
বন্দে ভারত এক্সপ্রেস
· বিজয়ওয়াড়া-চেন্নাই
(রেণিগুণ্টা হয়ে) বন্দে ভারত এক্সপ্রেস
· কাসারগড়-তিরুঅনন্তপুরম
বন্দে ভারত এক্সপ্রেস
এই নিয়ে বাংলা মোট চারটি বন্দে ভারত
পেয়ে যাওয়ায় উচ্ছ্বসিত বঙ্গবাসী। হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত
এক্সপ্রেস চালু হয়ে যাওয়ায় কলকাতার সঙ্গে এই দুই ভিনরাজ্যের বড় শহরের মধ্যে
যাতায়াতের অনেকটাই কমে আসবে। এবার বন্দে ভারতে হাওড়া থেকে পাটনা পৌঁছে যাওয়া
যাবে মাত্র সাড়ে ৬ ঘণ্টায়। অন্যদিকে হাওড়া থেকে রাঁচি যেতে সময় লাগবে মাত্র ৭
ঘণ্টা। শুধু তাই না, সঙ্গে এই
সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে অত্যাধুনিক পরিষেবাও উপভোগ করতে পারবেন যাত্রীরা।