নিউজ ডেস্ক: মুক্তির পর তৃতীয় সপ্তাহের শেষেই পাঠানকে ছাপিয়ে গিয়েছে জওয়ান। আর সপ্তাহ শেষে রবিবার প্রায় মাঝরাতে টি সিরিজের অফিসে উপস্থিত হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ। উদ্দেশ্য গণপতি বাপ্পার পুজো দেওয়া। টি সিরিজের তরফে মুক্তি পাওয়া ভিডিয়োটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গাঢ় নীল রঙের পাঠানি শ্যুট পরেছিলেন তিনি। সেই সঙ্গে মাথার চুল পিছন দিকে পোনিটেল করে বাঁধা। এর আগেও জওয়ানের সাফল্যে মুম্বইতে অনুষ্ঠিত হওয়া পার্টিতে শাহরুখের হেয়ারস্টাইল নজর কেড়েছিল।
মুম্বইয়ে অ্যান্টিলাতে আম্বানিদের গণপতি পুজোয় অংশ নেওয়ার পরেই একাধিক জায়গায় পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। ছেলে আব্রামকে নিয়ে মুম্বইয়ের অন্যতম বড়ো পুজো লালবাগুচাতেও পুজো দিয়েছিলেন শাহরুখ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের বাড়ির পুজোর অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। গণপতি বাপ্পার মূর্তি ও ফুলের তোড়া দিয়ে শাহরুখকে আপ্যায়ণ করেছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তবে শুধুমাত্র শাহরুখই নয়, বলিউডের একাধিক তারকারা মুখ্যমন্ত্রীর বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন।
সেই তালিকায় ছিলেন সলমন খান, আশা ভোঁসলে, ভূমি পেডনেকর প্রমুখ তারকারা। যদিও সলমন খানের সঙ্গে তাঁর বোন অর্পিতা খান ও আয়ুষ শর্মাও উপস্থিত ছিলেন। জন্মাষ্ঠমীর দিন মুক্তি পেয়েছিল জওয়ান। ছবির প্রচারের কোনো ব্যবস্থা না নিলেও দেশের একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেছিলেন শাহরুখ। কাশ্মীরে বৈষ্ণোদেবীর মন্দিরে ও অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। এবার ছবির সাফল্যের পরে গণপতি বাপ্পার পুজো দিচ্ছেন তিনি।