নিউজ ডেস্ক:পুজো আসতে আর এক মাসও বাকি নেই। এখন থেকে আকাশে বাতাসে যেন পুজোর
আমেজ। কেনাকাটার জন্য ভিড় জমছে শপিং মলে। খাতায় কলমে দেবীপক্ষের
এখনও অনেক দেরি। তবে কুমোরটুলিতে দুর্গা গড়ার কাজ শেষের পথে। আশ্বিনের শারদ প্রাতে
কলকাতার বুকে এবার আছে অন্যরকম দুর্গা গড়ার তাগিদে তুলির টান।
সোনার ফয়েলে একটু একটু করে শিল্পীর তুলিতে প্রাণ পাচ্ছেন মা
দুর্গা।
শিল্পী এদিন তাঁর শিল্পকলা প্রসঙ্গে বলে, “ আমি বাঙালী। কিন্তু
বাংলায় থাকা হয় না। বাঙালী হিসেবে মায়ের প্রতি আমার আবেগ ফুটিয়ে তুলেছি আমি তুলির টানে।
বাইরে থাকলেও পুজো আমার কাছে আর পাঁচটা বাঙালীর মতই নিষ্ঠা ও আনন্দে সঙ্গে কাটে। এবার একটু অন্যরকম অবশ্য।
আমার কাজ আশা করি সকলের ভাল লাগবে”।
দিল্লির বাসিন্দা
শুভ্রা চন্দ। প্রবাসী বাঙালি হলেও তাঁর আবেগে খামতি নেই বাঙালীর
সেরা পার্বন দুরগাপুজোর জন্য। তাঁর ছবির
প্রদর্শনী চলছে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। সেখানেই সোনার ফয়েলের ওপর
দুর্গার প্রাণ প্রতিষ্ঠা চলছে তিলে তিলে। সঙ্গে রয়েছে শিল্পীর আঁকা আরও ৩২টি ছবির
প্রদর্শনী।আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই
প্রদর্শনী। শিল্পী শুভ্রা বাঙালি হলেও কাজের তাড়নায় বাংলায়
থাকা হয়ে ওঠে না। এই প্রথম কলকাতায় তাঁর প্রদর্শনী। এর অভিজ্ঞতাও যেন
ঠিক মা দুর্গার ঘরে ফেরার মতই।