নিউজ ডেস্ক: স্পেন
সফর থেকে শনিবার সন্ধ্যায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের মাঝেই ফের পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পায়ের চিকিৎসা
করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা
আপাতত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
তাঁর
হাঁটাচলার উপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৪ অক্টোবর পর্যন্ত মুখ্যমন্ত্রীর
স্বাভাবিক চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছেন চিকিৎসকরা। দিল্লিতে
তৃণমূলের ঘোষিত কর্মসূচি রয়েছে। ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীতে রাজঘাটে
প্রার্থনা এবং পরের দিন ধর্না কর্মসুচী রয়েছে তৃণমূলের। ওই
কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পায়ের
চোটের কারণে মমতাকে আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে। ফলে দিল্লির ধর্নায় অনিশ্চিত হয়ে পড়ল তৃণমূলের সুপ্রিমোর উপস্থিতি। ফলে অভিষেকের নেতৃত্বেই হতে চলেছে দিল্লির
কর্মসূচি।
‘দিল্লি
চলো’র ডাক অবশ্য অভিষেকই দিয়েছিলেন। বাংলায়
১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ
থেকে তিনি ঘোষণা করেছিলেন রাজধানীর রাজপথে
সরব হবে তৃণমূল। দিল্লির রামলীলা ময়দানে অবস্থান-বিক্ষোভের পরিকল্পনাও ছিল। কিন্তু
দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। এর পরই তৃণমূলের তরফে বিকল্প কর্মসূচি ঘোষণা করা
হয়। ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একই দাবিতে ধর্না কর্মসূচি করবে তৃণমূল। ফলে
মমতার অনুপস্থিতিতে দিল্লির কর্মসুচীর ধার কমলেও জাতীয় প্রেক্ষাপটে অভিষেকের নেতৃত্ব
দেওয়ার সুযোগ তৈরি হবে।