নিউজ ডেস্ক: পাকিস্তানি অনুরাগীরা, ক্রিকেটপ্রেমীরা
কি আসতে পারেন কলকাতায় বিশ্বকাপের ম্যাচ দেখতে? পুজোর পরপরই ক্রিকেট বিশ্বকাপ শুরু
হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে পুজোয় মানুষ আসেন কলকাতায়। আর ক্রিকেট ম্যাচের কারণে
আরও বেশ কিছু বিদেশিদের আসা যাওয়া থাকবে পুজোর পর থেকেই। এই মর্মেই কড়া নিরাপত্তা জারি
করতে চলেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়াল একটি বৈঠকে লালবাজারের প্রত্যেক পুলিশকর্তা ও থানার ওসিদের নির্দেশ দেন, বিশ্বকাপ ম্যাচ দেখতে আসা বিদেশি অতিথিদের যাতে কোনও
অসুবিধা না হয়, সেদিকে প্রত্যেক পুলিশ আধিকারিককে
বিশেষ নজর দিতে হবে। কলকাতা পুলিশ সম্পর্কে যাতে ভাল ধারণা নিয়েই অতিথিরা নিজেদের
দেশে ফিরতে পারেন, সেই দায়িত্ব নিতে
হবে প্রত্যেক পুলিশ আধিকারিককে।
পুলিশের সূত্র জানিয়েছে, কলকাতায় পাকিস্তান টিমের সঙ্গে ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ
আছে। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তবে আরও একটি ম্যাচ ওই টিম খেলতে পারে কলকাতায়। ফলে কলকাতায় পাক
ক্রিকেটপ্রেমীরা আসবেন বলেই ধারণা পুলিশের। যদিও ক্রিকেটপ্রেমী বা ইডেনের দর্শকের
আড়ালে আইএসআইয়ের কোনও এজেন্ট শহরে আসছে কি না, সেদিকে থাকবে গোয়েন্দাদের নজর। সেই ক্ষেত্রে ইডেনমুখী হওয়া ছাড়াও ওই পাক
দর্শকরা শহরের কোথায় কোথায় যাচ্ছেন, অথবা তাঁরা অন্য কারও সঙ্গে যোগাযোগ করছেন কি না, সেদিকে বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।