নিউজ ডেস্ক: দক্ষিণ
দমদম পুরসভা এলাকায় ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মেট্রো রেল, ইস্টার্ন রেলসহ কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরের ঘাড়ে দায় চাপানোর
চেষ্টা পুরসভার।
দক্ষিণ দমদম
পুরসভা এলাকায় এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫০জন। পুরসভা হাসপাতাল
সহ অন্যান্য হাসপাতালে তারা চিকিৎসাধীন। পাশাপাশি অনেক আক্রান্তই নিজেদের বাড়িতে
থেকেই চিকিৎসা করাচ্ছেন।
ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এই অঞ্চলে। দক্ষিণ দমদম
পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা সঞ্জয় দাস, ডেঙ্গু
মোকাবিলার ক্ষেত্রে তারা বেশ কিছুটা অসুবিধায় পড়ছেন বলেই দাবি করেছেন। আর এজন্য
তিনি মূলত মেট্রোরেল, ইস্টার্ন রেল, পি
এন্ড টি সহ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জায়গাগুলোর দিকেই আঙুল তুলেছেন।
তাঁর দাবি,
“কেন্দ্রীয় সরকারের ঐসব দপ্তরের জায়গা
পরিষ্কার করার জন্য বারবার সেই দপ্তরের কাছে আবেদন জানালেও, কোন
কাজ হয়নি। পুরসভার তরফ থেকে সবরকম প্রচেষ্টা করা হলেও টানা
বৃষ্টি হওয়ার কারণে জল জমে যাচ্ছে এবং মশার লার্ভা
জন্মাচ্ছে। স্থানীয় মানুষ ভাবছে, দক্ষিণ দমদম পৌরসভা কাজ
করছে না”। পুরসভার দাবি সমস্ত এলাকায় মশার লার্ভা মারার তেল ছড়ানো হচ্ছে। স্থানীয় মানুষের সব সময় দেখতে পাচ্ছে না। ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে পুরসভার গাফিলতি নেই বলেই দাবি করেন সঞ্জয় দাস।