নিউজ ডেস্ক: ডেঙ্গি রোধে
কড়া বার্তা দিল নবান্ন। পুরসভার
এলাকার পাসাপশি এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিল নবান্ন। যে সমস্ত পুরসভাএলাকায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে সেই সব জেলার
জেলাশাসকদের সেই সব পুরসভা এলাকার কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের
নির্দেশ দিয়েছে নবান্ন। পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গি সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের
করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নবান্নের তরফে পঞ্চায়েতগুলি
গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। যে কোন মূল্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে হবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে
নবান্নর তরফে। গা ছাড়া মনোভাব বর্দাস্ত কড়া হবে না বলে জানা গেছে।
রাও জানা গেছে ডেঙ্গি আক্রান্ত রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য
এসওপি তৈরি করা হচ্ছে। এই এসওপিখুব শীঘ্রই দেওয়া হবে
স্বাস্থ্য দপ্তরের তরফে।
বেসরকারি
হাসপাতালগুলিকে ডেঙ্গু সংক্রমণ নিয়ে সঠিক ও যথাযথ ডেটা এন্ট্রি করতে হবে। আগে ডেঙ্গি আক্রান্ত নিয়ে তথ্য চেপে দেওয়ার অভিযোগ উঠেছিল।
অজানা জ্বর সহ নানান বিকল্প শব্দ ব্যবহার হচ্ছিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে। এবার তা কড়া
যাবে না বলে নির্দেশিকা জারী হতে চলেছে। সোমবার ডেঙ্গি নিয়ে বিভিন্ন
জেলার গুলির সঙ্গে বৈঠকে পাঁচ দফা নির্দেশ দেয় নবান্ন।
স্বাস্থ্য সচিবকে নির্দেশ ডেঙ্গি নিয়ে হাসপ্তালগুলির
সঙ্গে বৈঠক করতে হবে। সোমবার সেই বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর। জানা গেছে ডেঙ্গি হটস্পটের
সংখ্যা বাড়ছে।সব থেকে বেশি হটস্পট রয়েছে উত্তর
২৪ পরগনা জেলায়। সব থেকে খারাপ অবস্থা দক্ষিণ দমদম, দমদম, বিধাননগর পুরনিগম এলাকায়। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে কামারহাটি। চলতি সপ্তাহে ডেঙ্গি সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে
নবান্ন। পুরসভা এলাকার পর এবার গ্রামাঞ্চলেও
ডেঙ্গি ছড়িয়ে পড়তে পারে বৈঠকে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্য সচিব। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি
পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
সুত্রের
খবর এদিন বৈঠকে মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বলেন, “আপনারা কাজ
করুন। বাজারে বাজারে ঘুরুন। জমা জল
দেখলেই প্রয়োজন হলে আইন মাফিক পদক্ষেপ নিতে হবে”। ডেঙ্গি
আটকাতে তিনি কড়া বার্তা দিয়েছেন
বিভিন্ন জেলাগুলিকে। প্রথমে চারটি জেলার জেলাশাসককে নবান্নে ডেকে পাঠানো হয়। ওই জেলাশাসকদের সঙ্গে সরাসরি বৈঠক হয় প্রথম দফায়। তারপর বাকি জেলাগুলিরর সঙ্গে
ভার্চুয়াল। দুপুর অবধি চলে সেই বৈঠক। সুত্রের খবর বৈঠকে মুখ্য সচিব বিভিন্ন জেলাতে মৃত্যুর খবর নিয়ে প্রশ্ন করেন
জেলাশাসকদের। কেন এত মৃত্যু এবং মৃত্যু কেন ঠেকানো যাচ্ছে না
তা নিয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে বলা হয়েছে। জানা গেছে
মুখ্যমন্ত্রী পুরো পরিস্থিতি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন।