নিউজ ডেস্ক: দেশের অন্দরে ‘অপমানিত’ সনাতনী ধর্ম। অথচ বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে সনাতনী ধর্মের!
এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম মন্দির হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে কম্বোডিয়ার অঙ্গকর ওয়াট মন্দির। এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির পেতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি(New Jersey)। নাম ‘স্বামীনারায়ণ অক্ষরধাম’ মন্দির। বর্তমান প্রযুক্তি, শিল্পকলায় তৈরি ভারতের বাইরে এই বৃহৎ মন্দিরটির দ্বারোদঘাটন হবে অক্টোবরের ৮ তারিখে। দ্বারোদঘাটন করবেন ব্যাপস(BAPS)-এর আধ্যাত্মিক প্রধান মহন্ত স্বামী মহারাজ। তবে দর্শনার্থীদের জন্য এই মন্দিরের প্রবেশদ্বার খুলবে ১৮ অক্টোবর থেকে।
নিউ ইয়র্কের টাইমস্ স্কোয়ার(Times Square) থেকে প্রায় ৯০ কিমি দূরে এবং ওয়াশিংটন ডিসি(Washington DC) থেকে ২৮৯ কিমি উত্তরে তৈরি করা হয়েছে এই মন্দির। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয় এবং সকল হিন্দুদের জন্য যে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মন্দির তা বলাই বাহুল্য।
অক্ষরধামের সাত চমক…
নিউ জার্সির রবিনসভাইল টাউনশিপে ১৮৩ একর জায়গার উপর তৈরি হয়েছে এই মন্দির
মন্দিরটি দৈর্ঘ্যে ২৫৫ ফুট, প্রস্থে ৩৪৫ ফুট এবং উচ্চতায় ১৯১ ফুট
মার্কিন মুলুকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় ২০১১ সালে
১২ বছর ধরে তৈরি এই মন্দিরের নির্মাণকাজে যুক্ত ছিলেন সাড়ে ১২ হাজারের বেশি মার্কিন ভলেন্টিয়ার
প্রধান উপাসনালয় সহ মন্দিরটিতে রয়েছে ১২টি উপ-মন্দির, ৯টি শিখরের মতো কাঠামো এবং ৯টি পিরামিড শিখর
ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে
মন্দিরটির নির্মাণে ব্যবহার করা হয়েছে চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেল সহ প্রায় দুই মিলিয়ন ঘনফুট পাথর
অক্ষরধাম মন্দিরের প্রতিটি পরতে রয়েছে হিন্দুত্বের ছোঁয়া। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে মন্দিরের ভিতরের দেওয়ালের নকশা। সেইসঙ্গে খোদাই করা হয়েছে ১০ হাজার মূর্তি। এছাড়া ভারতীয় বিভিন্ন বাদ্যযন্ত্র ও নৃত্যকলাকেও ফুটিয়ে তোলা হয়েছে নকশার মাধ্যমে।
মন্দির নির্মাণ প্রসঙ্গে অক্ষরধামের এক সন্ন্যাসী জানান, বিশ্বের পশ্চিমে একটি হিন্দু মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন মন্দিরের প্রধান প্রমুখ স্বামী মহারাজ। গোটা বিশ্বের মানুষের জন্যই খোলা থাকবে এই মন্দির।