নিউজ ডেস্ক: এশিয়ান গেমস চলছে। এর মধ্যে দ্বিতীয়বার
সোনা জিতল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে মহিলা ক্রিকেটে ভারতকে সোনা এনে দিলেন হরমনপ্রীতরা।
‘চক দে ইন্ডিয়া‘! ভারতীয় মহিলা ক্রিকেট দল করে
দেখাল। বাংলার মেয়ে তিতাস সাধুর দুরন্ত বোলিংয়ে, ভারত ১৯
রানে শ্রীলঙ্কাকে হারিয়ে জিতে নিল এশিয়ান গেমসে সোনা। সোমবার চিনের মাটিতে তেরঙা
উড়িয়ে ইতিহাস লিখল হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং। ব্যাট হাতে ভালো খেললেন মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ। বল হাতে দাপট দেখালেন বাংলার তিতাস
সাধু।
এশিয়ান গেমসের শুরু থেকেই দাপট
দেখিয়ে এসেছে ভারতের মহিলা ব্রিগেড। মালয়েশিয়ার পর বাংলাদেশ- দুই প্রতিপক্ষকেই
উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিলেন স্মৃতি মান্ধানারা। তবে সোনা জয়ের লড়াইয়ে জোর টক্করের
মুখে পড়তে হয় দলকে। লঙ্কা বোলারদের ঘূর্ণির জালে একেবারে বেসামাল হয়ে পড়েন ভারতীয়
ব্যাটাররা। তবে ভারতকে ম্যাচে ফেরান বঙ্গকন্যা তিতাস সাধু। এক ওভারে দুই উইকেট
তুলে নিয়ে দলের মধ্যে বিশ্বাস ছড়িয়ে দেন।
দ্বিতীয় সোনা জয়ের ফলে পদক তালিকায়
উন্নতি হয়েছে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ১১টি পদক নিয়ে হংকংয়ের সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে ভারত।
পদক তালিকার শীর্ষে চিন। ৩২টি সোনা, ১৩টি রুপো ও ৫টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ৫০টি
পদক জিতে ফেলেছে তারা।