নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপাল থেকে বিরোধীদের তির্যকভাবে বিঁধলেন। সংসদের বিশেষ অধিবেশনে ইতিমধ্যেই উভয়কক্ষে পাশ হয়েছে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল। বিরোধীরাও ওই বিলকে সমর্থন করেছে। কিন্তু বিরোধীদের সমর্থন নিয়ে ইন্ডিয়া জোট কটাক্ষ করতে ছাড়লেন না নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সোমবার মোদী ‘কার্যকর্তা মহাকুম্ভ’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। বছর শেষে এ রাজ্যে বিধানসভা ভোট। সেখানে মোদী বিরোধীদের দাম্ভিক বলে অভিহিত করেছেন। বিরোধীদের মহিলা সংরক্ষণ বিলে সমর্থন নিয়ে কটাক্ষ করে মোদী বলেন, “অনিচ্ছা নিয়েই বিরোধী দাম্ভিক জোট মহিলা সংরক্ষণ বিলে সমর্থন দিয়েছে”। মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিলটি আপাতত রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়।
মধ্যপ্রদেশের আগের কংগ্রেস সরকার প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ করেন মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, এখনকার যুবকেরা কংগ্রেসের দুর্নীতি, অপশাসন ও আইনশৃঙ্খলার অবনতি দেখেছেন। তিনি বলেন, “কংগ্রেস কখনও গরিবদের জন্য ভাবেনি। মধ্যপ্রদেশকে দুর্বল রাজ্যে পরিণত করেছিল কংগ্রেস। কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের সর্বদা বিরোধিতা করে এসেছে”।
প্রধানমন্ত্রী এদিন জনগণের উদ্দেশে বলেন, “বিজেপি ক্ষমতায় ফিরলে প্রতিশ্রুতি রাখবে। ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নে গতি আনবে।”