নিউজ ডেস্ক: রাজ্যের
মানচিত্রে পর্যটনের জায়গা করে নিয়েছে মহিষাদল। মহিষাদল রাজবাড়ি এবং তার
রথযাত্রা সারা ভারতবর্ষের মধ্যে এখন প্রচলিত হয়ে রয়েছে কিন্তু সেই রাজবাড়ী আম্র
কুঞ্জবনে বিভিন্ন সময় অনুষ্ঠান লেগেই থাকে। রয়েছে গোপালজীউর মন্দির এবং
রাজবাড়ীকে সৌন্দর্য করার জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে রাজবাড়ি। ভিতরেই রয়েছে ঐতিহাসিক সম্পদ যা দেখার জনসাধরণের জন্য
উন্মুক্ত করা হয়েছে। রাজ বাড়িতে রাত্রিযাপন করার
জন্য ব্যবস্থা রয়েছে।
কিন্তু সেই রাজবাড়িকে কেন্দ্র করে অবৈধ নির্মাণ এবং
দখলদারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। জানা গেছে রাজবাড়ির জায়গায় কিছু ঘর হয়েছে রাজ
পরিবারের সদস্যদের অনুমতিক্রমে। ইতিমধ্যে রাজবাড়ির কিছু অংশ পর্যটন দপ্তর
অধিগ্রহণ করেছে। রাজ বাড়ির জায়গায়
অবৈধ নির্মাণ হচ্ছে কি না সবটাই ঠিক করবে বিএলআরও অফিস বললেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।
তবে বিধায়কের মুখে আইনি জটিলতার
কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতার মধ্যে গজিয়ে উঠেছে একাধিক অবৈধ নির্মাণ।
এবিষয়ে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে শাসক দলের পরোক্ষ মদতেই গজিয়ে উঠেছে বেআইনি
নির্মাণ। তবে শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।