নিউজ ডেস্ক: সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরবাসী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটালের বীরসিংহ গ্রামে বিনিময় হল ভারত এবং বাংলাদেশের জাতীয় পতাকা। সেইসঙ্গে একই মঞ্চে গাওয়া হল প্রতিবেশী দুই রাষ্ট্রের জাতীয় সংগীত।
সোমবার স্বপনবুড়ো স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে বীরসিংহ বিদ্যাসাগর গ্রামীণ গ্রন্থাগারের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় ঠাকুরদাস মঞ্চে। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিল বাংলাদেশের এক প্রতিনিধি দল। বিদ্যাসাগর ও বাংলার সাহিত্যের টানে মূলত এদেশে আসা তাঁদের। প্রতিনিধি দলের নাম ‘আনন্দ নিকেতন’। সেই মঞ্চে দুই দেশের আদান প্রদান হয় দুই দেশের জাতীয় পতাকার। এই প্রসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, “সংস্কৃতি দেশ কাল মানে না। আজ ভারত এবং বাংলাদেশ দুই দেশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।”
উল্লেখ্য, বাংলাদেশের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল বাশার এবং বাংলা ভাষা আন্দোলনের নেত্রী। উপস্থিত ছিলেন শিল্পী কোহিনুর রহমান এবং কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। প্রতিনিধি দলের তরফে কোহিনুর বলেন, “ভারত এবং বাংলাদেশ হল দুই বন্ধু রাষ্ট্র। একে অপরের আত্মীয় হয় দুই দেশ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল কলেজের অধ্যক্ষ মন্টু কুমার দাস, বীর সিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের সম্পাদক শক্তিপদ বেরা সহ অন্যান্যরা।