নিউজ ডেস্ক: আবারও রেল চলাচলে বিঘ্ন। মঙ্গলবার শিয়ালদা-বনগাঁ লাইনে দেরিতে চলছে ট্রেন। জানা গিয়েছে, হাবড়া ২৬ নম্বর রেল গেট ভেঙে যাওয়াতেই বিপত্তি। ফলে অফিসের সময়ে হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে অফিস যাত্রীদের। আপ ও ডাউন লাইনে ট্রেন দেরিতে চলছে।
সম্প্রতি শিয়ালদা মেন লাইনেও ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছিল। শ্যামনগর স্টেশন সংলগ্ন একটি রেল গেট ভেঙে গিয়েছিল। যার জন্য ওই রেল গেট বন্ধ রাখতে হয়। পাশাপাশি ওখান দিয়ে ট্রেন যাওয়ার সময়ও ধীরে যেতে হচ্ছিল। রেল লাইন পারাপার করতেও স্থানীয়দের সমস্যায় পড়তে হয়েছিল।
গত শনিবার পার্ক সার্কাস স্টেশনের কাছেও রেল লাইনে ফাটল দেখা যায়। সে কারণে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। পার্ক সার্কাস স্টেশনের কাছে রেল লাইনে ফাটলের ফলে শিয়ালদাতে ট্রেন ঢোকা ও বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলেও যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল।