নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসে দুর্দান্ত
পারফরম্যান্স করল ভারতীয় পুরুষ হকি দল। মঙ্গলবার সিঙ্গাপুরের বিরুদ্ধে টিম ইন্ডিয়া
১৬-১ গোলে জয়লাভ করেছে। হাংঝুর গোংসু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এ গ্রুপের
এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবারও শুরুটা ভাল হয়েছে ভারতের।
সিঙ্গাপুরকে ১৬ গোল দিয়েছে ভারত। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬ গোল। ফল হয়েছিল
১৬-০। দ্বিতীয় ম্যাচে ফল ১৬-১। এই সামান্য পরিবর্তন না থাকলে মনে হত যেন গত
ম্যাচের রিপিট টেলিকাস্ট দেখছেন। চলতি এশিয়ান গেমসে দাপট দেখিয়ে জয় যেন ভারতীয়
পুরুষ হকি দলের এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। মঙ্গলবার পুল এ ম্যাচে সিঙ্গাপুরকে
দাঁড়াতেই দেননি হরমনপ্রীত সিং, বিবেক প্রসাদ, মনপ্রীত সিং, ললিত উপাধ্যায়রা। ভারতীয় পুরুষ হকি দল আগামী বৃহস্পতিবার ডিফেন্ডিং এশিয়ান
গেমসের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে খেলবে।
উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে
পারেননি ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। তবে সিঙ্গাপুরের বিরুদ্ধে দলের
প্রথম একাদশে ফিরে এসেছেন তিনি। এই ম্যাচের শুরু থেকেই দুর্বল সিঙ্গাপুরের (৪৯
ব়্যাঙ্কিং) বিরুদ্ধে কামান গোলার মতো গোল দাগতে শুরু করে ভারত। সেকারণে শুরু
থেকেই সিঙ্গাপুর একটি রক্ষণাত্মক বলয়ের মধ্যে ঢুকে যায়। গোটা ম্যাচে তারা একবারও
প্রতি আক্রমণের রাস্তায় হাঁটার চেষ্টা করেনি। বিপক্ষ শিবিরে ভারত শুরু থেকেই দাপট
দেখাতে শুরু করে এবং ফিল্ড গোলের হাত ধরে খাতা খোলে টিম ইন্ডিয়া।